এসএসসির ফল পেয়ে ভিকারুননিসায় নেচে–গেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
Published: 10th, July 2025 GMT
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ ও উদ্যাপনে মাতে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা একটার পর থেকে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সবার মুখেই ছিল উদ্বেগ আর অপেক্ষা। বেলা দুইটার দিকে মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।
এ সময় ভিকারুননিসার শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মেতে ওঠে। কেউ ঢাকঢোল বাজিয়ে, কেউবা চোখের জল ফেলে, কেউ সহপাঠী–বন্ধুকে জড়িয়ে ধরে প্রকাশ করে অনুভূতি। নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
স্কুলের মাঠের একপাশে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল জান্নাতুল ফেরদৌস। এগিয়ে গিয়ে কথা বলতেই জানাল, এ প্লাস পেয়েছে সে। পাশে দাঁড়ানো বাবা ইমদাদুল হক বলেন, ‘মেয়ে এ প্লাস পেয়েছে। ১০ বছরের সাধনার ফল। মেয়েটার জন্য দোয়া করবেন, যেন উচ্চশিক্ষায় যেতে পারে।’
দারুণ আবেগে বন্ধুকে জড়িয়ে ধরে জীবনের প্রথম বড় সাফল্যের আনন্দ উদযাপন করছে তারা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ক র নন স প রক শ
এছাড়াও পড়ুন:
ধনু নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ দাস (৫০)। তিনি উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।
আরো পড়ুন:
রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার
ওমান থেকে ফিরল ৭ প্রবাসীর মরদেহ, জানাজা আজ
ধনপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, “আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।”
স্বজনদের বরাতে এসআই নিখিল চন্দ্র দাস জানান, শ্রীকৃষ্ণ দাস কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তারপরও জীবিকার তাগিদে মাছ ধরতে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় দুর্বল শরীরের কারণে তিনি নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান।
গত, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস নিজের বাড়ির পাশের ধনু নদীতে একটি ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে অন্যান্য জেলেরা দেখতে পান, তার নৌকায় জাল ও মোবাইল ফোন পড়ে আছে, কিন্তু তিনি নেই। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
ঢাকা/রুমন/মাসুদ