এসএসসির ফল পেয়ে ভিকারুননিসায় নেচে–গেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
Published: 10th, July 2025 GMT
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ ও উদ্যাপনে মাতে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা একটার পর থেকে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সবার মুখেই ছিল উদ্বেগ আর অপেক্ষা। বেলা দুইটার দিকে মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।
এ সময় ভিকারুননিসার শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মেতে ওঠে। কেউ ঢাকঢোল বাজিয়ে, কেউবা চোখের জল ফেলে, কেউ সহপাঠী–বন্ধুকে জড়িয়ে ধরে প্রকাশ করে অনুভূতি। নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
স্কুলের মাঠের একপাশে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল জান্নাতুল ফেরদৌস। এগিয়ে গিয়ে কথা বলতেই জানাল, এ প্লাস পেয়েছে সে। পাশে দাঁড়ানো বাবা ইমদাদুল হক বলেন, ‘মেয়ে এ প্লাস পেয়েছে। ১০ বছরের সাধনার ফল। মেয়েটার জন্য দোয়া করবেন, যেন উচ্চশিক্ষায় যেতে পারে।’
দারুণ আবেগে বন্ধুকে জড়িয়ে ধরে জীবনের প্রথম বড় সাফল্যের আনন্দ উদযাপন করছে তারা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ক র নন স প রক শ
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে, যার ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/অলোক/এস