Risingbd:
2025-11-02@12:55:52 GMT

অস্ট্রেলিয়ায় থিতু হবেন ববি?

Published: 11th, July 2025 GMT

অস্ট্রেলিয়ায় থিতু হবেন ববি?

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। গত মাসে আস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন। সেখানে তার পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। 

ববি তার সুন্দর মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে স্থিরচিত্র ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তাতে দেখা যায়, কখনো নীল সমুদ্রের পাড়ে, কখনো ঝকঝকে নগরীরর বিভিন্ন স্থান ভ্রমণ করছেন। তবে সাগর পাড়ে তোলা ববির আবেদনময়ী ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ববির ভক্তরা।

দূরদেশ থেকে ববি বলেন, “অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে খুব ভালো লাগছে। এমনিতেই সমুদ্র আমার ভালো লাগে। সমুদ্রের কাছে প্রশান্তি খুঁজে পাই। নিজেকে নতুনভাবে আবিষ্কার করি।” 

আরো পড়ুন:

সুখ-দুঃখ মিলিয়েই জীবন, জন্মদিনে পূর্ণিমা

অভিনেত্রী হুমায়রার ময়নাতদন্ত প্রতিবেদনে বীভৎস চিত্র

অস্ট্রেলিয়ার সিডনি বসবাস করছেন ববির পরিবারের অন্য সদস্যরা। ববি নিজেও অনেক দিন ধরে সেখানে রয়েছেন। চিত্রনায়িকা শাবনূরও এখন অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। ববি কী অস্ট্রেলিয়া থিতু হওয়ার পরিকল্পনা করছেন? 

এ প্রশ্নের জবাবে ববি বলেন, “পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সবসময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশে ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।” 

গত বছরের ঈদে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গেছে অভিনেত্রী ববিকে। এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হতে হবে। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেয়েছি। তবে তার আগে আরো কিছু দিন অস্ট্রেলিয়ায় থেকে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে চাই।” 

জানা যায়, দেশে ফেরার আগেই ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমায়। এরমধ্যে রয়েছে—‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে যায়।  

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর ব র করছ ন

এছাড়াও পড়ুন:

আমি বললাম, ‘আমাকে সাত দিন সময় দাও, তোমাকে প্রমাণ করে দেখাব’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ