ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। গত মাসে আস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন। সেখানে তার পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
ববি তার সুন্দর মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে স্থিরচিত্র ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তাতে দেখা যায়, কখনো নীল সমুদ্রের পাড়ে, কখনো ঝকঝকে নগরীরর বিভিন্ন স্থান ভ্রমণ করছেন। তবে সাগর পাড়ে তোলা ববির আবেদনময়ী ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ববির ভক্তরা।
দূরদেশ থেকে ববি বলেন, “অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে খুব ভালো লাগছে। এমনিতেই সমুদ্র আমার ভালো লাগে। সমুদ্রের কাছে প্রশান্তি খুঁজে পাই। নিজেকে নতুনভাবে আবিষ্কার করি।”
আরো পড়ুন:
সুখ-দুঃখ মিলিয়েই জীবন, জন্মদিনে পূর্ণিমা
অভিনেত্রী হুমায়রার ময়নাতদন্ত প্রতিবেদনে বীভৎস চিত্র
অস্ট্রেলিয়ার সিডনি বসবাস করছেন ববির পরিবারের অন্য সদস্যরা। ববি নিজেও অনেক দিন ধরে সেখানে রয়েছেন। চিত্রনায়িকা শাবনূরও এখন অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। ববি কী অস্ট্রেলিয়া থিতু হওয়ার পরিকল্পনা করছেন?
এ প্রশ্নের জবাবে ববি বলেন, “পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সবসময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশে ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।”
গত বছরের ঈদে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গেছে অভিনেত্রী ববিকে। এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হতে হবে। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেয়েছি। তবে তার আগে আরো কিছু দিন অস্ট্রেলিয়ায় থেকে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে চাই।”
জানা যায়, দেশে ফেরার আগেই ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমায়। এরমধ্যে রয়েছে—‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে যায়।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর ব র করছ ন
এছাড়াও পড়ুন:
মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা! আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। গতকাল বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। তাতে মুদ্রার উল্টো পিঠটাই দেখলেন বাংলাদেশের সুপারস্টার। এটাই তো ক্রিকেট, একদিন হাসাবে…একদিন কাঁদাবে!
গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা।
অবশ্য শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সাকিব এলোমেলো। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো।
হেরেছে তার দলও। আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
দুবাইয়ের ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া সাদেকুল্লাহ অটল ২৫, কাদিম আলায়েন ১৪ এবং জেস বোটান ১৮ রান করেন। সাকিব পাঁচে নেমে একটি ছক্কা হাঁকান কেবল। আউট হন মোহাম্মদ নবীর বলে।
জবাব দিতে নেমে হারিকেন্স বেন ম্যাকডরমটের ৪৮ ও ম্যাকাললিস্টার ওয়েস্টের ৫০ রানে সহজেই ম্যাচ জিতে নেয়। ২৩ রান করেন জেক ডোরান।
৪ ওভার হাত ঘুরিয়ে সাকিব ৩৪ রান দেন। ১০ ডট বল ছিল তার বোলিং স্পেলে। কোনো ছক্কা হজম করেননি। ৪ খেয়েছেন ৬টি।
ঢাকা/ইয়াসিন