মোস্তাফিজকে চোখ বন্ধ করে ছক্কা, রশিদের ‘নো লুক’ থেকে ‘স্নেক শট’—আধুনিক ক্রিকেটে যে শটগুলো খেলা হয়
Published: 17th, September 2025 GMT
রশিদ খানের ‘নো লুক’ শট দুটো নিশ্চয়ই কাল দেখেছেন? দেখলে ভুলে যাওয়ার অবশ্য সুযোগ নেই। কারণ, যেভাবে মোস্তাফিজুর রহমানের ১৭তম ও ১৯তম ওভারের প্রথম বলে রশিদ যথাক্রমে ছক্কা ও চার মেরেছেন, তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা একটু হলেও ক্ষীণ হচ্ছিল। শেষ পর্যন্ত যদিও সেটা আর হয়নি। বাংলাদেশ জিতেছে ৮ রানে।
আফগানিস্তান হারলেও রশিদ ১১ বলে ২০ রানের ইনিংসে খেলে দেখিয়েছেন আধুনিক টি-টোয়েন্টি কীভাবে খেলা হয়। প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করেছেন সে কারণে নয়, যে ‘মুড’ নিয়ে রশিদ শট দুটো খেলেছেন, ঠিক সেই কারণে। রশিদ শুধু যে এই শট খেলেন তা নয়, তাঁর আরও একটি বিখ্যাত ‘ট্রেডমার্ক’ শট আছে।
রশিদের ট্রেডমার্ক শট নিয়ে কথা বলতে গেলে অন্য অনেক ক্রিকেটারকেও টেনে আনতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় যে সবাই ছোট–বড় উদ্ভাবক। আর উদ্ভাবনীপ্রক্রিয়া যে টি-টোয়েন্টিতেই শুধু চলে তা নয়, অন্য সংস্করণেও দেখা যায়। তবে সংক্ষিপ্ততম সংস্করণে রানের চাহিদা বেশি থাকায় এই সংস্করণে এসব বেশি দেখা যায়। কথায় আছে তো—প্রয়োজনই উদ্ভাবনের জননী। টি-টোয়েন্টিতে তো রানটাই সবচেয়ে বেশি প্রয়োজন!
আবার অনেক শট এই সময়েই যে প্রথমবার দেখা গেছে, তেমনটা নয়। পুরোনো শট অনেক ক্ষেত্রে নতুন করে চালু করেছেন ব্যাটসম্যানরা। এই সময়ের টি-টোয়েন্টি ক্রিকেট তথা ক্রিকেটে ব্যাকরণের বাইরের জনপ্রিয় শটগুলো তাহলে দেখে নেওয়া যাক।
নো লুক শটএই শটে ব্যাটসম্যান বল মারার সময় বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি ঠিক জায়গায় লাগে। মনে হয় যেন না দেখেই মারলেন! এই শটের মাথায় এলে সবার আগে আসে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের নাম। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার নিয়মিত এই শট খেলতেন। এখন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস, পাকিস্তানের সাইম আইয়ুবও এই শট নিয়মিত খেলেন। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যারন হার্ডির বলে ব্রেভিস টানা তিন বলে তিনটি নো লুক শটে ছক্কা মারেন। রশিদ তো কালই মারলেন!
রশিদের ‘স্নেক শট’রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’। এটি হেলিকপ্টার শটের মতো হলেও পার্থক্য হলো, তিনি বলটি এক ঝটকায় ওপরে তোলেন এবং সঙ্গে সঙ্গে ব্যাট আবার আগের অবস্থানে ফিরে আসে, ঠিক যেভাবে সাপ হঠাৎ ছোবল মেরে নিজের জায়গায় ফিরে যায়।
রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন ক শট
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন