Risingbd:
2025-08-16@05:31:21 GMT

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়

Published: 16th, August 2025 GMT

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়

টলিউডের তুমুল জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটির জনপ্রিয়তার মূল কারণ কী?

‘‘এই প্রশ্নটা দর্শককে করা উচিৎ। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। আজকে শুভশ্রীর আলাদা একটা সংসার আছে। তার জায়গায় সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তা সত্ত্বেও যে আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, কেন হচ্ছে- আমরা নিজেরাই জানিনা।’’—সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব এসব কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো, কেন দেব-শুভশ্রী জুটি এতো জনপ্রিয়। উত্তরটা দেব দর্শকের কাছে জানতে চেয়েছেন।

দেব মনে করেন উত্তরটা হয়তো শুভশ্রীর কাছেও আছে।

আরো পড়ুন:

ধূমকেতুর জন্য রাজের প্রতীক্ষা শেষ

এক মঞ্চে দুই প্রাক্তন: রুক্মিণী-রাজকে নিয়ে নোংরা মন্তব্য, মুখ খুললেন দেব

দেব ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘‘ আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’’

দেবের বিশ্বাস দর্শক এই জুটিকে শুধু ভালোবাসে না, সেলিব্রেটও করে। 

তিনি বলেন,  ‘‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’’

উল্লেখ্য, টালিউডের এই জনপ্রিয় জুটির দীর্ঘ এক দশক পর আবারও এক ফ্রেমে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দর্শক। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ দিয়ে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ ৯ বছর ধরে মুক্তি আটকে থাকা এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জনপ র য়

এছাড়াও পড়ুন:

অরুণ আলোয় শরৎ এল 

প্রকৃতির যাত্রা আটকে রাখা যায় না। সেই চিরন্তন নিয়মের পথ ধরে বাংলার ঋতুচক্রে আবার এল শরৎ। আজ ভাদ্রের প্রথম দিন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।’ রূপের রানি শরতের আগমন মানেই আকাশে সাদা মেঘ আর স্তিমিত হয়ে আসা রোদের গল্প।

শরতের প্রকৃতি আসলে কেমন? অনেকেই আছেন, যাঁরা শরৎকে আলাদা করে খুঁজে পান না। তাঁদের কাছে শরৎ অদেখা ঋতু। অনুভূতিপ্রবণ প্রকৃতিসখা মানুষের কাছেও কি তাই! হয়তো নয়। আসলে বাংলার প্রকৃতি যেন নিজেই সাজিয়ে তোলে শরৎকালকে।

শরতের সকালগুলো আলাদা এক স্বাদ নিয়ে আসে—ভোরের শিশিরে ভেজা ঘাস, বাতাসে শিউলির টাটকা সুবাস আর ঘরের আঙিনায় পাতাঝরা নীরবতা। নুয়ে পড়া ধানের শিষ যেন কৃষকের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নেয়।

শিউলি প্রধানত শরতের ফুল। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা

সম্পর্কিত নিবন্ধ