প্রথম মৌসুমেই বার্সেলোনার সমর্থকদের মন জয় করেছেন হান্সি ফ্লিক। ফিরিয়ে এনেছেন দলের হারানো বিশ্বাস, উপহার দিয়েছেন শিরোপা। জার্মান এই কোচের হাত ধরেই ইউরোপের মঞ্চে আবারও শক্ত অবস্থান ফিরে পেতে শুরু করেছে বার্সেলোনা।
এর পুরস্কারও পেয়েছেন ফ্লিক। গত মৌসুম শেষেই তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন ফ্লিক।

কত বেতন পাচ্ছেন ফ্লিক

বিস্ময়করভাবে বিশ্বের বড় বড় কোচদের তুলনায় বার্সেলোনায় ফ্লিকের বেতন অনেক কম। অথচ বায়ার্ন মিউনিখকে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জেতানো কোচ তিনি। তবে বার্সেলোনা তাঁকে পেয়েছে অনেক কম বেতনে। এমনকি আগের কোচ জাভির প্রায় অর্ধেক বেতনে তাঁকে কোচ হতে রাজি করিয়েছিল বার্সা। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ২০২৪ সালে যখন বার্সার সঙ্গে চুক্তি করেন ফ্লিক, তখন তাঁর বেতন ধরা হয়েছিল বছরে মাত্র ৩০ লাখ ইউরো।

গুঞ্জন আছে, বার্সেলোনা নিজেদের আর্থিক দুরবস্থা ও সামর্থ্যের কথা বলেই তাঁকে রাজি করিয়েছিল।

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল হয়েছে কোন স্টেডিয়ামে ১২ ঘণ্টা আগেগত মৌসুমে তিনটি ট্রফি জিতেছেন হান্সি ফ্লিক।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমার কোনো গডফাদার নেই’

তখন সন্ধ্যা নেমেছে। খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় মানুষের ভিড়। হোয়াটসঅ্যাপে পাঠানো লাইভ লোকেশন ধরে খুঁজতে থাকি জাহের আলভীকে। মার্কেটের পাশের এক গলিতে ঢুকতেই একজন এগিয়ে নিতে এলেন। তাঁর সঙ্গে গলির শেষে ছোট্ট একটা বাড়িতে ঢুকে দেখা মেলে অভিনেতার। মনোযোগ দিয়ে নিজের নির্দেশিত নাটকের সম্পাদনার কাজ তদারক করছিলেন। কাজের ফাঁকে ফাঁকেই চলল আড্ডা। আলাপের শুরুতে আলভী ফিরে গিয়েছিলেন কৈশোর, সংগ্রামের দিনগুলোতে। উঠে এল প্রাপ্তি–অপ্রাপ্তি, আক্ষেপ থেকে নতুন স্বপ্ন।

গায়ক হতে এসে নায়ক
গানের গলা ছিল। কৈশোরে বন্ধুদের সঙ্গে আড্ডায় গলা ছেড়ে গাইতেন। পারিবারিক অনুষ্ঠানে গানের অনুরোধ করতেন সবাই। ২০১৩ সালে আলভী নাম লেখান রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠে। কয়েক ধাপ পেরিয়ে থামেন সেরা পনেরোতে। প্রচণ্ড মন খারাপের সঙ্গে জেদ চাপে নিজের মধ্যে।

যাহের আলভী। ছবি: শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ