ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় হাজারো মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরটির মালিক ইমরান গোলদার।
শুক্রবার (১১ জুলাই) সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায়, প্রায় সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এরা আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান গোলদার, মামুন পোদ্দার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ মিলে গত ৮ থেকে ১০ বছর ধরে পুকুরটিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।
আরো পড়ুন:
এক ইলিশের দাম ৭৭০০ টাকা
চড়া মাছ-সবজি, দাম কমেছে ডিম-মুরগির
ক্ষতিগ্রস্ত ইমরান গোলদার অভিযোগ করেন, আমুয়া বাজারে রাসায়নিক সারের ডিলার সাইফুল ইসলামের একটি গুদাম রয়েছে যা আমাদের পুকুর সংলগ্ন। সেদিন ধারণ ক্ষমতার চেয়ে তিন-চার গুণ বেশি সার মজুদ করা ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে গুদামটির মেঝে ধসে পড়ে প্রায় ৩ টন সার সরাসরি আমাদের পুকুরে পড়ে। পানির সঙ্গে মিশে ওই সার বিষক্রিয়া সৃষ্টি করে, আর তাতেই মাছগুলো মারা গেছে।
আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.
তিনি আরো বলেন, ‘‘আপাতত মাছগুলো সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে, কারণ আশপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের বেশ সমস্যা হচ্ছে।’’
ঢাকা/অলোক/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাকে দেখিয়ে দিয়ে বলে, ‘এই লোক কে?’
অলংকরণ: কাইয়ুম চৌধুরী