হাসপাতাল চত্বরে দুর্গন্ধযুক্ত ধোঁয়া নিয়ে উদ্বেগ
Published: 11th, July 2025 GMT
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাটির নিচ থেকে মাসখানেক ধরে নির্গত হচ্ছে দুর্গন্ধযুক্ত ধোঁয়া। প্রথম দিকে অল্প হলেও দিন দিন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজন এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, হাসপাতাল চত্বরে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় ৬ থেকে ৭ ফুট জায়গা নিয়ে ছোট ছোট ১০-১২টি গর্ত সৃষ্টি হয়েছে। এগুলো দিয়ে অনবরত দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ধোঁয়া বের হওয়ার সময় শোঁ শোঁ আওয়াজও হয়। জায়গাটাও গরম হয়ে উঠেছে। মাসখানেক ধরে ধোঁয়া দেখতে পেলেও স্থানীয়রা সাধারণ আগুনের ধোঁয়া মনে করেছিলেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির পরও তা বন্ধ না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে নক করেছি কিন্তু আশানুরূপ কোনো সাড়া এখনও পাইনি। তবে চেষ্টা অব্যাহত রেখেছি।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
ইতালি ক্রিকেট বিশ্বকাপে
ফুটবলের দেশ হিসেবেই ইতালি বিশ্বে বেশি পরিচিত। চারটি বিশ্বকাপ তারা জিতেছে। যদিও তাদের ফুটবলে এখন ভাটার টান! সেই জায়গাটাই দখল করতে যাচ্ছে ইতালির জাতীয় ক্রিকেট দল। দেশটির এখন বড় পরিচয়,তারা প্রথমবারের মতো ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হারলেও নেট রান রেট ভালো থাকায় ইতালি চলে গেছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্তম ফরম্যাটের বিশ্বকাপে।
যা নিশ্চিতভাবেই তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। ইতালির সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।
আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এগিয়ে গিয়েছিল ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় হার এড়াতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। তাদের প্রত্যাশা মতোই সব কাজ হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জয় পায় ৯ উইকেটে।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। তারা শীর্ষে থেকেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। ইতালির সমান ম্যাচে পয়েন্ট ৫। সমান ম্যাচে জার্সিরও পয়েন্ট ৫। পিঠাপিঠি অবস্থান তাদের। তবে জার্সির (০.৩০৬) চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় ইতালির (০.৬১২) বিশ্বকাপের ভাগ্য খুলেছে।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ দল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ইষ্ট-এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিনটি এবং আফ্রিকা অঞ্চল থেকে দুটি দল সামনে নির্বাচিত হবে।
ঢাকা/ইয়াসিন