মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাজ্য। এর বদৌলতে দুই দেশের শত শত কোটি ডলারের রপ্তানি বৃদ্ধি পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

এই চুক্তির আওতায় যুক্তরাজ্যের গাড়ি এবং হুইস্কি ভারতে স্বল্পমূল্যে রপ্তানি করা হবে এবং ভারতীয় বস্ত্র ও গয়না যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা হবে। এই চুক্তিতে পৌঁছাতে তিন বছর সময় লেগেছে। চুক্তিতে অবৈধ অভিবাসন মোকাবেলায় ভারত-যুক্তরাজ্যের একটি নতুন পরিকল্পনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

তবে ব্রিটিনে চুক্তির বিরোধীরা সতর্ক করে দিয়ে বলেছেন, সামাজিক নিরাপত্তার মেয়াদ বৃদ্ধির কারণে এই চুক্তি ব্রিটিশ শ্রমিকদের ক্ষতি করতে পারে। অবশ্য  যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী  জোনাথন রেনল্ডস জানিয়েছেন, এটি ‘সম্পূর্ণ ভুল’ এবং অন্যান্য অনেক দেশে ভারতীয় শ্রমিকরা যে সুবিধা পেয়ে থাকেন যুক্তরাজ্যে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা একইধরনের সুবিধা পাবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্যার কিয়ার বলেন, ব্রেক্সিটের পর থেকে যুক্তরাজ্য-ভারত চুক্তি ‘সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ’ বাণিজ্য চুক্তি।

তিনি বলেন, “এই চুক্তিটি এখন স্বাক্ষরিত, সিলমোহর করা, এবং বিনিময় করা হয়েছে। যুক্তরাজ্য বহু বছর ধরে এই ধরণের একটি চুক্তি নিয়ে আলোচনা করে আসছে, কিন্তু এই সরকারই এটি সম্পন্ন করেছে, এর মাধ্যমে আমরা একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পাঠাচ্ছি যে ব্রিটেন ব্যবসার জন্য উন্মুক্ত এবং এটি ইতিমধ্যেই বিশাল আস্থা তৈরি করছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর জ য র এই চ ক ত

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ