ফের মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া দম্পতির এটি দ্বিতীয় সন্তান। 

ভারতী সিং তার বেবি বাম্পের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কোনো পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছেন ভারতী। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন তার বর হার্ষ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমরা আবারো প্রেগন্যান্ট।” 

আরো পড়ুন:

শর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশন

প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)

এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভারতী-হার্ষ দম্পতি। অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” ফারাহ খান লেখেন, “আরে বাহ! অভিনন্দন।” অভিনেত্রী কাশ্মীরা শাহ লেখেন, “ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন।” নিয়া শর্মা লেখেন, “ এ খবরে হৃদয় হাসছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।  

কয়েক বছর প্রেম করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর লেখক হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী। ২০২২ সালের ৩ এপ্রিল পুত্র সন্তানের মা হন। এটি তাদের প্রথম সন্তান।  

একই বছরের শেষের দিকে গর্ভধারণের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সেসময় তিনি জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। 

২০২৩ সালে অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন ভারতী। এসময় কারিনা কাপুরকে চমকে দিয়ে ভারতী বলেছিলেন—“আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর না কি খাবার কোনটি থেকে আপনি ১৫ দিন দূরে থাকতে পারবেন? জবাবে বলব, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকব।” 

এসব কথা বলার পরই ভারতী বলেছিলেন, “আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।” অবশেষে ভারতীর সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই কমেডিয়ান। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক সন ত ন

এছাড়াও পড়ুন:

এক এগারো সরকার ‘অসৎ উদ্দেশ্য প্রণোদিত’ ছিল: তারেক রহমান

এক এগারোর সরকারকে ‘অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সে সময়কার সরকার সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল এবং বিরাজনীতিকরণ করতে চেয়েছিল।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের কাছে বিবিসি বাংলার প্রশ্ন ছিল-পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে, এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কি?

এর উত্তরে তারেক রহমান বলেন, ‘এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, একটি সরকার ছিল।’

আরও পড়ুনবিএনপি একমত না হলে বেঠিক, এটি তো গণতন্ত্র হলো না: তারেক রহমান১ ঘণ্টা আগে

এই প্রশ্নের উত্তরে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দেশে রাজনীতি গড়ে উঠেছিল, ভুল-ত্রুটি সবকিছুর ভেতর দিয়ে গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘কিন্তু আমরা দেখেছি যে, কিভাবে তারা (১/১১ সরকার) সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা 'ইন দি নেম অফ ডেমোক্রেসি।’

সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি সামনের দিকে যেতে চায়। দেশকে সামনে নিতে হবে।

আরও পড়ুন১৭ বছর পর সাক্ষাৎকার: কবে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন কি না, কী বললেন তারেক রহমান০৬ অক্টোবর ২০২৫

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারে শেষ পর্ব আজ প্রকাশ করেছে বিবিসি বাংলা। গতকাল সোমবার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়।

এই পর্বে তারেক রহমান সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, ওয়াল ইলেভেন এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

আরও পড়ুনখালেদা জিয়া, পরিবারের কেউ নির্বাচনে ভূমিকায় থাকবেন কি না, জানালেন তারেক রহমান০৬ অক্টোবর ২০২৫আরও পড়ুননিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান০৬ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ