আসছে সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’
Published: 9th, October 2025 GMT
দেশে আসছে সিচুয়েশনাল কমেডি বা সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’। সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা মাসুদ আল জাবের। তাঁর দাবি, এটি দেশের প্রথম সিটকম সিরিজ। গতকাল রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিটকম বা সিচুয়েশনাল কমেডি এমন একধরনের টেলিভিশন বা ওটিটি ধারাবাহিক, যেখানে একদল চরিত্রকে একটি নির্দিষ্ট পরিবেশে, যেমন অফিস, পরিবার, বন্ধুর দল বা ফ্ল্যাটে দেখানো হয়। তাদের দৈনন্দিন জীবনের হাস্যকর পরিস্থিতিই হয়ে ওঠে গল্পের মূল উপাদান। ‘ক্যাফে সোসাইটি’ সিরিজের গল্প এগোবে একটি ক্যাফেকে কেন্দ্র করে।
সেখানে চার বন্ধুর সঙ্গে সমাজের নানা চরিত্রের দেখা মিলবে। চার বন্ধুর একজন অভিনেতা সৈয়দ শাওন। চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি বলেন, ‘একটি ক্যাফেতে আমাদের চার বন্ধু অবসর সময় কাটায়। সেখানে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আসে—কেউ নিয়মিত, কেউবা প্রথমবার। নানা ভাবনা, স্বপ্ন ও সংকট হাস্যরসের মধ্য দিয়ে উঠে আসবে এই সিটকমে।’
‘ক্যাফে সোসাইটি’র পোস্টার থেকে। ভিডিও থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিপিএল নিয়ে বিতর্ক কি এড়াতে পারবে আমিনুলের বোর্ড
বিসিবির নির্বাচন শেষ। আমিনুল ইসলামের নতুন পরিচালনা পর্ষদের সামনে শুরুতেই বড় চ্যালেঞ্জ বিপিএল। ডিসেম্বর–জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে দ্রুতই চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিল। এরপর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি বাছাই, প্লেয়ারস ড্রাফটসহ অন্যান্য কার্যক্রম।
ডিসেম্বরে বিপিএল শুরু করা মানে হাতে মাত্র দুই মাসের মতো সময়। একই রকম সময় নিয়ে বিপিএলের গত আসরও আয়োজন করতে হয়েছিল বিসিবিকে। কিন্তু তাড়াহুড়া করে সবকিছু করতে গিয়ে বিপিএল নিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছিল ফারুক আহমেদের বোর্ডকে। পরে তো খেলোয়াড়দের পাওনা বকেয়া আর স্পট ফিক্সিং বিতর্কে টালমাটাল হয়ে ওঠে টুর্নামেন্টটাই। অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানারও।
ফারুক আহমেদের মতো এবারও বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হয়েছেন আমিনুল, সদস্যসচিব হিসেবে আছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তাঁদেরও অল্প সময়ের মধ্যেই টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। বিপিএল নিয়ে এবারও তাই জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা থাকছে।
সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল