বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্য বিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পুঁথিপাঠের আসর’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। 

শনিবার (১১ অক্টোবর) ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসরের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

বুয়েট ও ঢামেকে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে ঢাবিতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী হাসান। এছাড়া উদ্বোধনী বক্তব্য দেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু এবং স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শুরুতে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। এরপর জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন পুঁথি পাঠক ও মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো.

সাইফুল্লাহ।

প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার এবং মহানবীর (সা.) জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী ও তাসনিম ফারহান মাহির। 

পুঁথিপাঠের আসর অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ বলেন, পুঁথি পাঠ এবং পান্ডুলিপি পাঠোদ্ধারের চর্চাকে পুনরুজ্জীবিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এ বঙ্গীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি পুনরুদ্ধার ও টিকিয়ে রাখতে ডাকসুর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।

বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাঁস প্রজনন খামার এর উপপরিচালক এ,বি,এম, সালাহ্ উদ্দীন, জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।

বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  • তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার সরিয়ে রাখার চিন্তা
  • নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাকসু প্রার্থীর
  • সুশাসনের জন্য নির্বাচন জরুরি, এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে: ধর্ম