টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ
Published: 16th, October 2025 GMT
টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। পরে ওই বাস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার পাকুটিয়া খান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওরীন নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে নাগরপুরগামী এসবি লিংক পরিবহনের একটি বাস পাকুটিয়া খান পাড়ায় পৌঁছালে নওরীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নওরীনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/কাওছার/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন গরপ র নওর ন
এছাড়াও পড়ুন:
দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুক হামলা, নিহত ১১
দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে অবস্থিত সলসভিল শহরতলিতে বন্দুকধারীদের হামলায় আরো ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেন, “কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে, যেখানে একদল লোক মদ্যপান করছিল এবং তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।”
গুলিবর্ষণের উদ্দেশ্য অজানা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অপরাধপ্রবণ দেশটিতে ধারাবাহিক গণহারে গুলিবর্ষণের ঘটনাগুলির মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
হামলায় নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক ছেলে এবং ১৬ বছর বয়সী এক মেয়েও রয়েছে।
ম্যাথে বলেন, “"আমি নিশ্চিত করতে পারি যে মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।”
হোস্টেলটিকে ‘অবৈধ শিবিন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এই অবৈধ ও লাইসেন্সবিহীন মদের দোকানের ক্ষেত্রে আমরা একটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এখানে নিরপরাধ মানুষও ক্রসফায়ারের কবলে পড়ে।”
ঢাকা/শাহেদ