ক্যারিয়ারের শুরুর দিকে নায়কের ভূমিকায় দেখা গেছে মিশা সওদাগরকে, তবে সুবিধা করতে পারেননি। পরে খলচরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। কখনো খুনি, কখনো গ্যাং লিডার—সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ভয়ংকর সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। খলচরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে ভীতির সঞ্চার করেছেন মিশা।

পর্দার খল অভিনেতা মিশা সওদাগর ব্যক্তিজীবনে কেমন—তা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল রয়েছে। কেউ কেউ পর্দার মিশার সঙ্গে বাস্তবের মিশার সঙ্গে মেলানোর চেষ্টাও করেন। বাস্তবে মিশা কেমন—মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ বলেন, ‘আমার আব্বু পর্দায় যে রকম, রিয়েল লাইফে (বাস্তব জীবনে) একদম অপোজিট (বিপরীত)। খুবই পারিবারিক, খুবই ইসলামিক ও খুবই রিলিজিয়াস (ধার্মিক)।’
মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’–এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশা সওদাগর। অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বাবাকে নিয়ে কথা বলেছেন হাসান মোহাম্মদ ওয়ালিদ। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন, থাকেন টেক্সাসে।

মিশা সওদাগর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিশা সওদাগর ব্যক্তিজীবনে কেমন, জবাবে যা বললেন দুই ছেলে

ক্যারিয়ারের শুরুর দিকে নায়কের ভূমিকায় দেখা গেছে মিশা সওদাগরকে, তবে সুবিধা করতে পারেননি। পরে খলচরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। কখনো খুনি, কখনো গ্যাং লিডার—সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ভয়ংকর সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। খলচরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে ভীতির সঞ্চার করেছেন মিশা।

পর্দার খল অভিনেতা মিশা সওদাগর ব্যক্তিজীবনে কেমন—তা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল রয়েছে। কেউ কেউ পর্দার মিশার সঙ্গে বাস্তবের মিশার সঙ্গে মেলানোর চেষ্টাও করেন। বাস্তবে মিশা কেমন—মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ বলেন, ‘আমার আব্বু পর্দায় যে রকম, রিয়েল লাইফে (বাস্তব জীবনে) একদম অপোজিট (বিপরীত)। খুবই পারিবারিক, খুবই ইসলামিক ও খুবই রিলিজিয়াস (ধার্মিক)।’
মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’–এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশা সওদাগর। অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বাবাকে নিয়ে কথা বলেছেন হাসান মোহাম্মদ ওয়ালিদ। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন, থাকেন টেক্সাসে।

মিশা সওদাগর

সম্পর্কিত নিবন্ধ