বেসরকারি সংস্থায় জনবল চাকরি, ইন্টারভিউয়ে নিয়োগ
Published: 18th, October 2025 GMT
জনবল নিয়োগ দেবে এসি আই ফার্মাসিউটিক্যালস। সংস্থাটি ‘ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রদান করবে।
পদের নাম ও বিবরণফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
দায়িত্বগুলো
স্বাস্থ্য পেশাজীবীদের কাছে পণ্যের তথ্য কার্যকরভাবে তুলে ধরা এবং চাহিদা তৈরি করা।
কেমিস্টদের কাছ থেকে বিক্রির অর্ডার সংগ্রহ করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়া থাকতে হবে)। সিজিপিএ ২.
বয়সসীমা
৩২ বছর।
সুবিধাগুলো
আকর্ষণীয় বেতন কাঠামো
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
উৎসব ভাতা
সেলস ইনসেনটিভ
বিদেশভ্রমণের সুযোগ
মেডিকেল সুবিধা
প্রফিট শেয়ার
দ্রুত পদোন্নতির সুযোগ
আরও পড়ুন২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু১৬ অক্টোবর ২০২৫ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
প্রার্থীদের সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সঙ্গে আনতে হবে সিভি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল ও ফটোকপি)। ৯টি জেলায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন মাসে ১ লাখ টাকা৫ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেনানিবাসের অস্থায়ী কারাগার পরিদর্শন করলেন কারা অধিদপ্তরের কর্মকর্তারা
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখতে ঢাকা সেনানিবাসে ঘোষিত অস্থায়ী কারাগার ভবনটি গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন কারা অধিদপ্তরের কর্মকর্তারা। জনবল, নিরাপত্তাসহ আনুষঙ্গিক কী দরকার হবে, সে বিষয়ে খোঁজ নিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।’
বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই এই তিন মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।
আরও পড়ুনহেফাজতে ১৫ সেনা কর্মকর্তা, আত্মগোপনে একজন১১ অক্টোবর ২০২৫১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন।
আজ বুধবার রাতে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, এমইএসে অস্থায়ী কারাগার পরিচালনায় নিরাপত্তা প্রস্তুতি কেমন হবে ও কী ধরনের জনবল প্রয়োজন হবে, সে বিষয়ে দেখতে ও খোঁজ নিতে কারা অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন।
আরও পড়ুনঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা ১৩ অক্টোবর ২০২৫আরও পড়ুনআটক বললে অবশ্যই ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর১২ অক্টোবর ২০২৫