আগুনে পুড়ে যাওয়া রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে ধোঁয়ার পরিমাণ অনেকটাই কমে এসেছে। আশপাশে গ্যাসের তীব্র ঝাঁজও এখন তেমন নেই। তবে গুদামের ভেতর এখনো বিষাক্ত গ্যাস রয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শনিবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, শিয়ালবাড়িতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাসায়নিক গুদামের ভেতরে পানি ছিটিয়ে রাসায়নিক দ্রব্য গলিয়ে বাইরে অপসারণ করার কাজ অব্যাহত রেখেছেন। গুদাম থেকে বের হওয়া ধোঁয়ার পরিমাণ ও আশপাশের এলাকায় গ্যাসের তীব্র একদম কমে গেছে।

তবে গুদামের ভেতরে এখনো গ্যাসের তীব্রতা রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, রাসায়নিক দ্রব্য পর্যায়ক্রমে পানিতে গলিয়ে বের করা হচ্ছে। এর মধ্য দিয়ে রাসায়নিক গ্যাসের তীব্রতা ধীরে ধীরে এমনভাবে কমানো হচ্ছে, যাতে পরে ভেতরে গেলে কারও সমস্যা না হয়।

আজ বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগের মতোই শিয়ালবাড়ি শিল্প এলাকার ৩ নম্বর সড়কে নিরাপত্তাবেষ্টনী দিয়ে রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর বাইরে উৎসুক মানুষের ভিড়। বেশির ভাগেরই মুখে নেই মাস্ক। গ্যাসে স্বাস্থ্যের ক্ষতি হতে বলে সতর্ক করে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ করছিলেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুনপায়ে থাকা নূপুর দেখে বোনের লাশ শনাক্তের দাবি১৫ অক্টোবর ২০২৫

সকালে ফায়ার সার্ভিসের সদস্যদের গুদামের ভেতরে পানি ছিটিয়ে জমে থাকা রাসায়নিক বের করে দেওয়ার কাজ করতে দেখা গেছে। পানির সঙ্গে মিশে যাওয়া সাদা রঙের রাসায়নিক সড়ক হয়ে করপোরেশনের নালায় পড়ছিল।

শিয়ালবাড়িতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাখা হয়েছে। ১৮ অক্টোবর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ দ ম র ভ তর

এছাড়াও পড়ুন:

জন্মদিনে তাহসানের শেষ গান, ২২ বছর পর ‘প্রাকৃতিক’ ফিরল

‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’ এভাবেই বলেছিলেন তাহসান খান, সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে প্রথম আলোকে দেওয়া তাঁর জীবনের শেষ সাক্ষাৎকারে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন—এ সাক্ষাৎকারই তাঁর ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন, আর সামনের পথে তিনি কেবল নিজের মতো বাঁচতে চান, দূরে থাকতে চান প্রচারণা আর আলোচনার বৃত্ত থেকে।

তাহসান খান

সম্পর্কিত নিবন্ধ