রাঙামাটির সেই বিরল গোলাপি হাতির মৃতদেহ মিলল হ্রদে
Published: 21st, October 2025 GMT
কয়েক মাস আগে গোলাপি রঙের কারণে আলোচনায় আসা রাঙামাটির বিরল প্রজাতির বন্যহাতির শাবকের মৃতদেহ মিলেছে কাপ্তাই হ্রদে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে হ্রদের পানিতে ভেসে আসার সময় এটি দেখতে পান স্থানীয়রা। রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বরুণাছড়ি এলাকায় বাজারের পাশেই হ্রদে ভাসমান মৃত হাতি শাবকটির দেখা মিলে।
আরো পড়ুন:
রাঙামটিতে বিদ্যালয়ে হাতির তাণ্ডব, বন্ধ শ্রেণি কার্যক্রম
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও মৃতদেহের পেছনে সাঁতরে আসা বন্য হাতির একটি পালের কারণে শাবকটি উদ্ধার বা সৎকার করতে পারছেন না তারা।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, বিরল গোলাপি রঙের হাতির শাবকটির মৃতদেহ পাওয়া গেছে। তবে, আমরা এর কাছে যেতে পারছি না। কারণ, শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা মূলত অপেক্ষা করছি।
তিনি আরো বলেন, আমরা ধারণা করছি, মাসহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি হয়ত পানিতে পড়ে গেছে। সেখান থেকে আর উঠতে পারেনি।
প্রসঙ্গত, এই বছরেই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পাড় হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো গোলাপি হাতি শাবকটি দেখা যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত হরমোনজনিত ইস্যু। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙে ভিন্নতা আসে। এই শাবকটির ক্ষেত্রেও তা হয়েছে।
ঢাকা/শংকর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চিকিৎসকেরা সিদ্ধান্ত নিলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। লন্ডনযাত্রার জন্য তিনি এখনো ফ্লাই করার মতো সক্ষম নন। জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য।