Prothomalo:
2025-12-06@16:31:05 GMT

‘কেউ যেন স্বজন হারা না হয়’

Published: 21st, October 2025 GMT

স্ত্রী মোনালিসা জেরিন ও মেয়ে রুকাইয়া ইসলামকে নিয়ে সুখের সংসার ছিল রাকিবুল ইসলামের। তবে সব তছনছ করে দিয়েছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ৬ জুন মারা গেছেন উদ্যোক্তা মোনালিসা।

আড়াই বছর বয়সী মেয়ে রুকাইয়াকে দেখভাল করার পাশাপাশি ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর কাজে নিজেকে নিয়োজিত করেছেন রাকিবুল। ডেঙ্গুতে আক্রান্ত দরিদ্রদের চিকিৎসা সহায়তা দিতে স্ত্রীর নামে বরগুনায় চালু করেছেন ‘জেরিন স্মৃতি কেয়ার’ নামের একটি ফাউন্ডেশন।

রাকিবুল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি আর আমার স্ত্রী একসঙ্গেই বরগুনা সদর হাসপাতালে ভর্তি হই ২ জুন। স্ত্রীর ডেঙ্গু পজিটিভ ছিল, আর আমার জ্বর ছিল। স্যালাইন, প্যারাসিটামল ছাড়া ৬ জুন পর্যন্ত আর কোনো সেবা বা পরামর্শ পাইনি। এর মধ্যে এক দিন মেডিকেল অফিসারের দেখা পেয়েছিলাম।’

মোনালিসা মারা যাওয়ার পর রাকিবুল নিজ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গাফিলতির জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন শুরু করেন। তখন কিছুদিন প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে তৎপর ছিল। তারপর আগের মতোই সব ঢিলেঢালা হয়ে গেছে। রাকিবুল বললেন, বরগুনাকে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ও ঘোষণা করা হয়েছে। পৌর শহরে কিছুদিন মশা মারার জন্য স্প্রে করা হলেও এখন তা–ও আর দেখা যায় না।

একজন রাকিবুলের উদ্যোগে দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি সরকারের বিভিন্ন পরিসংখ্যানই তা বলে দিচ্ছে, বরং দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও বিশেষজ্ঞরা বারবার সরকারকে সতর্ক করছেন।

গত ২২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক মো.

আবু জাফর বলেছিলেন, ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই মারা যাচ্ছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৯ জন। হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১।

‘যাদের স্বজন মরে, শুধু তারাই এর জ্বালা বোঝে’

নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের ব্যবসায়ী মো. শাহ আলম মাদবর (৪৫) ফেসবুকে ‘আলোকিত কাশীপুর’ নামে একটি পেজের অ্যাডমিন প্যানেলের সদস্য। এই পেজে ডেঙ্গুতে মারা গেছে—এমন ব্যক্তিদের নাম, পরিচয় ও ছবি দেওয়া হচ্ছে। শাহ আলম মাদবর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৯ জন মারা গেছেন বলে পেজে তথ্য দিয়েছেন বলে প্রথম আলোকে জানান।

 শাহ আলম মাদবরের সঙ্গে যোগাযোগ করে ডেঙ্গুতে মারা যাওয়া কয়েকটি পরিবারের সদস্যদের ফোন নম্বর সংগ্রহ করা হয়। মেসেঞ্জারে একজনের ফোন নম্বরের সঙ্গে শাহ আলম পরিচয় লিখে দিয়েছিলেন, ‘মানিকের মায়ের নম্বর’।

রতন দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর স থ ত শ হ আলম

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা গণতান্ত্রিক শক্তির প্রেরণার উৎস: জহির উদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা গণতান্ত্রিক শক্তির জন্য প্রেরণার উৎস। তাই আজ দেশের সব মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে।’

গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দোয়া মাহফিলে অংশ নেন এলাকার হাজারো মানুষ।

জহির উদ্দিন বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয়, আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি দেশের সব মানুষের প্রার্থনায় আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করছেন। কারণ, তিনি এ দেশের সব গণতান্ত্রিক শক্তির জন্য এক অনন্য শক্তি ও প্রেরণার উৎস।’

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সব শ্রেণি–পেশার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। এটি একজন রাজনৈতিক অভিভাবকের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।

খালেদা জিয়ার সুস্বাস্থ্য এই মুহূর্তে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জহির উদ্দিন বলেন, ‘দেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে আপসহীন সংগ্রাম, সেটাই তাঁকে এই মুহূর্তে একজন অনিবার্য রাজনীতিবিদ হিসেবে দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিশেষভাবে তাঁর অনিবার্যতা তৈরি করেছে। আর গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে খালেদা জিয়া এখন আরও বেশি অনিবার্য।’ এ সময় তিনি গৌরনদী-আগৈলঝাড়াসহ সারা দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহমেদ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ
  • খালেদা জিয়ার সুস্থতা গণতান্ত্রিক শক্তির প্রেরণার উৎস: জহির উদ্দিন স্বপন
  • অধরা খান ‘ঋতুকামিনী’র অপেক্ষায়!
  • মাগুরায় এক ঘণ্টার ব্যবধানে ভূমি ও রেজিস্ট্রি অফিসে আগুন
  • রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার
  • দোকানে ঢুকে র‍্যাকুনের কাণ্ড
  • কোনো স্কুলে তালা ভেঙে, কোথাও পুলিশ পাহারায় পরীক্ষা
  • দুই মোটরসাইকেলের সংঘর্ষ, সড়কে ছিটকে পড়তেই বাসচাপায় প্রাণ গেল দুজনের
  • বার্ষিক পরীক্ষায় স্কুলে ‘শাটডাউন’: আলোচনা করে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের ক্ষতি বাড়বে
  • হাসলে কি অজু ভেঙে যায়