Prothomalo:
2025-12-10@03:33:36 GMT

শূন্যের এই রেকর্ড কোহলির

Published: 23rd, October 2025 GMT

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির এমন প্রত্যাবর্তন কি কারও প্রত্যাশায় ছিল?

অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার এবং তাঁদের সমর্থকেরা এ প্রশ্নের আওতার বাইরে থাকবেন। কিন্তু ভেতরে যাঁরা আছেন, তাঁদের নিশ্চয়ই একটু হলেও কষ্ট লেগেছে। গত ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলার পর ৭ মাসের একটা বিরতি নিয়েছিলেন কিংবদন্তি। টেস্ট ছেড়েছেন এর মধ্যেই। টি-টোয়েন্টি ছেড়েছেন গত বছরই। অর্থাৎ কোহলির ক্যারিয়ারের শেষ দিনগুলো লেখা হবে শুধু ওয়ানডের ক্যানভাসে।

২২৩ দিন বিরতির পর ৫০ ওভারের এই ক্যানভাসে কোহলি ফেরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দিয়ে। পার্থে ১৯ অক্টোবর (রোববার) প্রথম ওয়ানডেতে ৮ বলে শূন্য রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচের শিকার হন কোহলি। ভক্তরা তখনো অতটা হতাশ হননি, যতটা হয়েছেন এখন। কারণ, অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে আউট হন কোহলি! পার্থক্য হলো প্রথম ওয়ানডের তুলনায় আজ চারটি বল কম খেলেছেন। পেসার জেভিয়ার বার্টলেটের বলে আউট হয়েছেন এলবিডব্লু হয়ে।

অস্ট্রেলিয়া দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একবার রিভিউ নেওয়ার কথা ভেবেছিলেন কোহলি। কী মনে করে দ্বারস্থ হন অন্য প্রান্তে রোহিত শর্মার। রিভিউ নেবেন কি না, সে বিষয়ে রোহিতের পরামর্শ চান কোহলি। নন–স্ট্রাইক প্রান্ত থেকে ব্যাটসম্যান এলবিডব্লু হয়েছেন কি না, সেটা ভালো বোঝা যায়। কোহলি আউট—তা বুঝতে পেরেই তাঁকে আর রিভিউ নিতে দেননি রোহিত। ড্রেসিংরুমে ফিরে যেতে বলেন। ফেরার সময় অ্যাডিলেডের দর্শকেরা করতালি উপহার দেন ৩৬ বছর বয়সী কিংবদন্তিকে। অবসর চোখ রাঙানোয় অ্যাডিলেডে আবার কোহলিকে দেখা যাবে কি না, সে অনিশ্চয়তা আর ভালোবাসা থেকেই সম্ভবত এই করতালির বৃষ্টি।

আরও পড়ুনভারতের এত টস হারের রহস্য কী৭ ঘণ্টা আগে

তবে দর্শকেরা ভালোবাসলেও পরিসংখ্যান তো নির্মম। পরিসংখ্যান সব সময় সত্যটাই বলে। আর কোহলির ক্ষেত্রে সেই নির্মম পরিসংখ্যানটি হলো, ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথমবার এই সংস্করণে পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন।

এলবিডব্লু হন কোহলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হল র ন ক হল

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের কান্দিলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

নিহতরা হলেন- ট্রাক চালক শেরপুরের সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইল মির্জাপুরের আমিনুর।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা কার্ভাড ভ্যানেকে পেছনে থেকে ধাক্কা দেয়। এসময়  ট্রাকটির চালক এবং হাঁস-মুরগির পাইকার নিহত হন। আহত হন তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ