হুট করেই গত বছর মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে এক বছরের জন‌্য তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল। পাকাপাকি দায়িত্ব পাওয়ার পর দুটি সিরিজ হারে বাংলাদেশ। নেতৃত্ব দিয়ে তৃতীয় সিরিজে দলকে জেতানোয় যারপরনাই খুশি মিরাজ। 

সিরিজ জয় নিয়ে ম‌্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন,‘‘নিশ্চিতভাবেই দল যদি ফল না করে, দায় অধিনায়কের উপরেই আসে। কিন্তু দল যখন ভালো খেলে, তখন কিন্তু অবশ্যই দলের সবাই একত্রিত হয়ে খেলার কারণেই ফল আসে। আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য।’’

আরো পড়ুন:

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ সমতায় দ.

আফ্রিকা

অ্যাডিলেডে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

মিরাজের অধিনায়কত্বের শুরুটা একদমই ভালো হয়নি। শ্রীলঙ্কা সফরে ২-১ ব‌্যবধানে দল হেরে যায়। এরপর কিছুদিন আগে আফগানিস্তান বাংলাদেশকে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এক সিরিজে কাজ করেছেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব‌্যবধানে হারায় বাংলাদেশকে। সামনে কী হবে তার জানা নেই। তবে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে চান মিরাজ, 

‘‘আমি অত দূর পর্যন্ত এখন চিন্তা করছি না। কারণ যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এক বছরের ভিতর যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তখন আমাদের টিমের পজিশন ছিল কত? ১০ নাম্বার। এখন আছে কত আমাদের? ১০-ই আছে। তার মানে আমি হ্যাঁ, মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি। দলের সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে হয়তো আমরা জিততে পারতাম।’’

অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন সেই কথা জানাতে গিয়ে মিরাজ বলেছেন, ‘‘আমার তিন নাম্বার সিরিজ চলছে। ওয়েস্ট ইন্ডিজে আমি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলাম। ওই সিরিজে শান্ত অধিনায়ক ছিল, ও ইনজুরি থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছি। শুরুতে অবশ‌্যই একটু চাপ ছিল। এখন আমি যত (অধিনায়কত্ব)  করবো, তত আস্তে আস্তে উন্নতি হবে।‘’

মিরাজ কঠিন সময় কাটাচ্ছেন নিশ্চিতভাবেই। কঠিন এ সময়গুলোতে মিরাজ পাশে পেয়েছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি ও তামিমকে। যারা ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক। মিরাজ জানালেন, পেছন থেকে দেশের দুই কিংবদন্তি সাপোর্ট করছেন তাকে,  

‘‘আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি খেলোয়াড় ছিলেরন, যারা অনেক অধিনায়কত্ব করেছেন, তারা আমাকে অনেক সাহায‌্য করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সহযোগিতা করছে, বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক। আমি যদি বলি, মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে বলেছে…তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন যে, এইভাবে এইভাবে করলে ভালো হবে।’’

‘‘আপনি যদি দেখেন, তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছেন। এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা দেখেছেন এবং অনেক কথা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে।’’ - বলেছেন মিরাজ। 

 

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প র ট করছ ন বল ছ ন অন ক স আম দ র

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র‍্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্‌ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র‍্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ