লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির জন্য বিভিন্ন দোকানে পাঠানোর সময় তা আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় এক ট্রাক সার আটক করা হয়।

আরো পড়ুন:

নদী থেকে বালু উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন, ৭ জনের জেল-জরিমানা

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন সরকারি বরাদ্দের ডিএনপি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভ্যানযোগে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাঠাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয় বিএনপি নেতা ও এলাকাবাসী সার বহনকারী ট্রাক আটক করে। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪১৬ বস্তা ডিএনপি সার আটক করে। তবে ট্রাকে ৭০০ বস্তা সার ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। অবৈধভাবে বেশি দামে সার বিক্রির দায়ে বিসিআইসি ডিলার ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,  ‘‘ডিলার ফারুক হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’ 

ঢাকা/সিপন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত তিন বন্ধুর পাশাপাশি দাফন

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাসের ধাক্কায় নিহত তিন তরুণ ছিলেন শৈশবের বন্ধু। আজ শুক্রবার সকালে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ জুমা একসঙ্গে তিনজনের জানাজা শেষে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ওই তিন বন্ধু নিহত হন। নিহত তিনজন হলেন রাইনাদী গ্রামের সিয়াম মিয়া (২৭), সাব্বির হোসেন (২৮) ও ফাহিম মিয়া (৩০)। মাধবদীর একটি ইলেকট্রিকের দোকানে কাজ করতেন সিয়াম। একটি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন ফাহিম এবং সাব্বির ছিলেন অটোরিকশাচালক।

হাইওয়ে পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিন বন্ধু মাধবদী থেকে অটোরিকশায় রাইনাদী যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়ক থেকে গলিতে ঢোকার সময় পেছন থেকে সিলেটগামী একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান, আর হাসপাতালে নেওয়ার পথে সাব্বির ও ফাহিমের মৃত্যু হয়।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, সাব্বিরের স্ত্রীর জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনায় ওই রাতে ফাহিমের কর্মস্থলে তিন বন্ধু একত্র হয়েছিলেন। সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে ফাহিম নিজেই সেটি চালিয়ে বন্ধুদের নিয়ে বের হন। পথে তাঁরা মাধবদীর একটি দোকান থেকে জন্মদিনের উপহার কেনেন। ফেরার পথে জাকিয়া কটন মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পাশাপাশি কবরে তিন বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে

সম্পর্কিত নিবন্ধ