লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির জন্য বিভিন্ন দোকানে পাঠানোর সময় তা আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় এক ট্রাক সার আটক করা হয়।

আরো পড়ুন:

নদী থেকে বালু উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন, ৭ জনের জেল-জরিমানা

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন সরকারি বরাদ্দের ডিএনপি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভ্যানযোগে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাঠাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয় বিএনপি নেতা ও এলাকাবাসী সার বহনকারী ট্রাক আটক করে। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪১৬ বস্তা ডিএনপি সার আটক করে। তবে ট্রাকে ৭০০ বস্তা সার ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। অবৈধভাবে বেশি দামে সার বিক্রির দায়ে বিসিআইসি ডিলার ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,  ‘‘ডিলার ফারুক হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’ 

ঢাকা/সিপন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

কারওয়ানবাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সেখানে যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সম্পর্কিত নিবন্ধ