আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন চায় আইসিসি তাদের প্রতিষ্ঠাকালীন নথি সংশোধন করুক যাতে প্রেসিডেন্ট এবং তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত না করা যায়। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যদি আদালত মার্কিন দাবি ও গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলি নেতাদের তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ডের জন্য পূর্ববর্তী তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ না করে - তাহলে ওয়াশিংটন আইসিসির আরো কর্মকর্তাকে শাস্তি দিতে পারে। একইসঙ্গে আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

দীর্ঘদিন ধরেই রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে আসছে। মার্কিন কর্মকর্তাদের দাবি,  আদালত মার্কিন সার্বভৌমত্বকে লঙ্ঘনের চেষ্টা করছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন আইসিসি সদস্যদের কাছে তাদের দাবিগুলো জানিয়েছে। কিছু মার্কিন মিত্রও আদালতকেও বিষয়টি জানিয়েছে। 

২০০২ সালে রোম সংবিধির পক্ষ থেকে আইসিসি প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে রাষ্ট্রপ্রধানদের বিচার করার ক্ষমতা ছিল।

গাজা সংঘাতের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আইসিসির বিচারকরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ২০২০ সালের মার্চ মাসে প্রসিকিউটররা আফগানিস্তানে একটি তদন্ত শুরু করেছিলেন, যেখানে মার্কিন সেনাদের সম্ভাব্য অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ২০২১ সাল থেকে আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা তদন্তকে অগ্রাধিকার না দিয়ে আসছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ করেনি।

যুদ্ধ ট্রাইব্যুনালকে এই অভিযোগগুলো প্রত্যাহার করতে বাধ্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে বিচারক এবং প্রসিকিউটরসহ নয়জন আইসিসি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে আদালতকে একটি সত্তা হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থেকেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত তদন ত আইস স অপর ধ

এছাড়াও পড়ুন:

ছয় দেশের গবেষকদের নিয়ে চুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘অষ্টম যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী শুক্রবার পর্যন্ত। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হচ্ছে।

আজ বেলা ১১টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আবুল ফয়েজ। অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক কাজী আফজালুর রহমান এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সির পরিচালক অধ্যাপক বদিউস সালাম।

চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সম্পাদক অধ্যাপক মো. সানাউল রাব্বী। এ ছাড়া বক্তব্য দেন জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা এবং নরওয়ের আগডার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোরে ভেহুসও।

উদ্বোধনী বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করার এবং দেশ ও সমাজের কল্যাণে নতুন কিছু করার সুযোগ এসেছে। এই সম্মেলন আন্তর্জাতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মানচিত্রে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে।’

চুয়েটের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, ‘টেকসই ও প্রযুক্তিনির্ভর শিল্প অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এ জন্য গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এ ধরনের সম্মেলন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অষ্টমবারের মতো আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, মালয়েশিয়াসহ ছয়টি দেশের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক ও শিল্পোদ্যোক্তা অংশ নিচ্ছেন। থাকছেন সাতজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তাঁরা নবায়নযোগ্য জ্বালানি, রোবোটিকস, বুদ্ধিমান সিস্টেম, উন্নত উৎপাদন প্রযুক্তি ও আধুনিক যন্ত্র প্রকৌশল বিষয়ে গবেষণা উপস্থাপন করবেন।

সম্মেলনে মোট ২৪১টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে। দ্বিতীয় দিনে ২০টির বেশি শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সেমিনার হবে। তৃতীয় দিনে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধীনে থাকা চারটি সংগঠনের মাধ্যমে রোবো রেস, পোস্টার প্রেজেন্টেশন ও ডিজাইন কনটেস্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ