রুপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন,  নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান এবং রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক। এ সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের মার্কেটসহ বড় বড় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা।

যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে। আর যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়েন।

কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা। এটা আর করতে দেওয়া হবে না। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক দখল করে ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

আর এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। মহাসড়কের উভয় পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাটসহ সকল ধরনের অবৈধ স্থাপনা বোলডোজার ও বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক ফুটপাত দখল মুক্ত হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট দিয়ে বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভুট্টা গলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহুয়ার সড়কের পাশে উচ্চতর অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই আবারো দখল হয়ে যায়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উভয় প শ ল ইসল ম র পগঞ জ ফ টপ ত উপজ ল সড়ক র ব যবস

এছাড়াও পড়ুন:

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ ও দখলমুক্ত করার পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে যাওয়ার হলি ক্রস গার্লস হাইস্কুল রোডে যান চলাচল বন্ধ করে রাখতে দেখা গেছে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট–এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কারওয়ান বাজারগামী অংশটি কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন।

শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। তাই সড়ক নিরাপদ করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, তেজগাঁও কলেজ ও তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা হলি ক্রস কলেজ রোডটি অবরোধ করে রেখেছেন। সড়কে বেঞ্চ বসিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত কোনো যানবাহন ওই সড়ক দিয়ে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যদের ওই জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে।

তেজগাঁও বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বলেন, স্কুল-কলেজসংলগ্ন রাস্তায় তাৎক্ষণিক স্পিড ব্রেকার বসাতে হবে। সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, ফুটপাত দখলমুক্ত করতে হবে। অটোরিকশা-মাইক্রোবাসসহ ভারী যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে।

পাঁচ দফা দাবি

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো ১. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। ৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। ৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ৫. বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ