রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ফের মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন
Published: 24th, October 2025 GMT
রুপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান এবং রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক। এ সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের মার্কেটসহ বড় বড় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা।
যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে। আর যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়েন।
কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা। এটা আর করতে দেওয়া হবে না। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক দখল করে ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
আর এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। মহাসড়কের উভয় পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাটসহ সকল ধরনের অবৈধ স্থাপনা বোলডোজার ও বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক ফুটপাত দখল মুক্ত হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট দিয়ে বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ভুট্টা গলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহুয়ার সড়কের পাশে উচ্চতর অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই আবারো দখল হয়ে যায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উভয় প শ ল ইসল ম র পগঞ জ ফ টপ ত উপজ ল সড়ক র ব যবস
এছাড়াও পড়ুন:
কারওয়ানবাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন।
আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সেখানে যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।