ধানের শীষ এদেশের জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক: রাজিব
Published: 24th, October 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেন।
এসময় তিনি জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও দলের ঘোষিত রূপরেখা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে দেশ পুনর্গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই।
বিএনপি এদেশের জনগণের দল। আর ধানের শীষ এদেশের জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। আমরা ঘরে ঘরে ধানের শীষের শক্ত ভিত্তি গড়ে তুলতে কাজ করছি। তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র মেরামতের কর্মপরিকল্পনা। এর মাধ্যমে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মকে এই রূপরেখা জানতে হবে এবং দেশ পুনর্গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে, কারণ তাদের উদ্যম ও নেতৃত্বই আগামী বাংলাদেশের চালিকাশক্তি।”
রাজিব আরও বলেন, “জাতীয়তাবাদী দল ক্ষমতা চায় জনগণের কল্যাণে, ব্যক্তিস্বার্থে নয়। বিএনপি ক্ষমতায় এলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, বিচারহীনতার অবসান ঘটবে এবং দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো নতুনভাবে গড়ে উঠবে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা।”
এসময় নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র জনগণ র র পর খ
এছাড়াও পড়ুন:
হাকিমপুরে লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদ
দিনাজপুরের হাকিমপুরে ঘন ঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।”
বক্তারা আরো বলেন, “হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
সমাবেশে বক্তব্য রাখেন, ফেরদৌস রহমান, সভাপতি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিলি স্থলবন্দর, সাখাওয়াত হোসেন শিল্পী সভাপতি আমদানি রপ্তানিকারক গ্রুপ, নাজমুল হক, সাধারণ সম্পাদক আমদানি রপ্তানিকারক গ্রুপ, আলহাজ্ব সামছুল আলমসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।”
প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের এজিএম এর কাছেও হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুড়ে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়।
ঢাকা/মোসলেম/এস