ফুলের নামই জানেন না যূথী খাতুন (২৫)। সেই ফুলেরই মালা গেঁথে চলেছেন। পাঁচ–ছয় হাত লম্বা একটি মালা গেঁথে পারিশ্রমিক পান এক টাকা। প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যান মহাজনের বাগানে, নিজের হাতে সংগ্রহ করেন ফুল। এরপর বাড়িতে বসে গাঁথেন মালা।

গ্রামের অন্য নারীরাও মালা গেঁথে যূথীর কাছে দিয়ে যান। বিকেলে তাঁর বাড়ি থেকে এসব মালা সংগ্রহ করেন মহাজন। এরপর ঢাকার শাহবাগ কিংবা কোনো ফুলের দোকানে মুগ্ধতা ছড়ায় তাঁদের গাঁথা মালাগুলো। এরপর হয়তো শোভা পায় কোনো নারী বা তরুণীর খোঁপায়। মালার ফুলের নাম গাজরা বা কাঠবেলি। তবে যূথীরা এ নাম জানেন না। ফুলের নাম নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।

উদ্ভিদবিষয়ক গবেষক মোকারম হোসেনের ভাষ্য অনুযায়ী, গাজরা ফুলের বাণিজ্যিক নাম কাঠবেলি। তবে এটি আসলে টগর। এই ফুলের সাদা কলি দিয়েই মালা গাঁথা হয়। কাজী নজরুল ইসলাম গানে গানে বলে গেছেন, ‘ফুল চাই-চাই ফুল-টগর চম্পা চামেলি/ ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি/ মল্লিকা মালতী জুঁই বেলি।’ গাজরা, টগর, কাঠ বেলি যে নামেই ডাকি না কেন, মালার কারিগরদের কাছে এর নাম শুধুই ফুল।

যূথী খাতুনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে। গ্রামটির শতাধিক নারী নিজেদের কাজের ফাঁকে ফুলের মালা গেঁথে সংসারে বাড়তি আয়ের জোগান দিচ্ছেন। এ ছাড়া গণ্ডবিল রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন নারী এই কাজের সঙ্গে জড়িত। ১০ থেকে ১৫ বছর ধরে লালপুর উপজেলায় কাঠবেলি ফুলের চাষ হচ্ছে। বিশেষ করে উপজেলার নবীনগর গ্রামের ৮-১০ জন চাষি এই উদ্যোগ নিয়েছেন। তাঁরাই আবার মহাজন। এসব বাগান থেকে ফুল সংগ্রহ করেন নারী কারিগরেরা।

মালা গাঁথার জন্য বাগান থেকে ফুল তুলছেন কারিগরেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত

কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত
তাসনিম-০২৩০৪
সেকশন: অপরাধ
ট্যাগ: মাদক, ছুরিকাঘাত, পল্লবী, মিরপুর
মেটা: আহত সাগর সাজসজ্জার কারচুপি দোকানের কর্মচারী।
এক্সসার্পট: খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছবি: যুবককে ছুরিকাঘাতের প্রতীকী ছবি
টাইটেল: কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশী এলাকায় বিহারি ক্যাম্পে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকার একটি দোকানের কর্মচারী।

আহত সাগরের স্বজনেরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সাগর। এ সময় তিনি মিল্লাদ ক্যাম্পে তাঁর বোনের বাসায় সামনে মাদক বিক্রেতাদের বেচাকেনা করতে দেখেন। এর প্রতিবাদ করায় মাদক কারবারি জনি তাঁকে পেটে ছুরিকাঘাত করেন। সাগর পল্লবী কালশী রোডের ই-ব্লকের বিহারি ক্যাম্পের মৃত আবদুল গফুরের ছেলে।

সাগরের বোন রেশমা আক্তার জানান, খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত সাগর জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন
  • এশিয়া সফরে সির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প
  • খাগড়াছড়িতে পাটাতন দেবে সেতুতেই আটকা কাভার্ড ভ্যান, যান চলাচল ব্যাহত
  • অ্যাডিলেডে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
  • লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই
  • দাউদ ইব্রাহিমের প্রেমে পড়েন এই নায়িকা, এরপর...
  • প্রকাশ্যে গুলি ছোড়েন কিশোর গ্যাং নেতা, রয়েছে নিজস্ব টর্চার সেল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ছাড়িয়েছে
  • কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত