দলিল লেখক সমিতির নতুন সভাপতি রশিদ, মহাসচিব টমাস
Published: 25th, October 2025 GMT
আলহাজ এম, এ, রশিদকে সভাপতি ও কে, এস, হোসেন টমাসকে মহাসচিব করে বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার ও আলহাজ্ব নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব এম, এ, তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান, এস, এম, আয়নাল হক, মো.
এর আগে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সরকারের কাছে ৭ দফা দাবি জানানো হয়। এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছে সমিতি।
সেগুলো হচ্ছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানি ভাতা নুন্যতম চার হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে। দলিল লেখকদের আনামী করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দল ল ল খ আলহ জ
এছাড়াও পড়ুন:
সাগরে নিম্নচাপ, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আগামী বুধবার পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী সোমবার পর্যন্ত তিন দিন দেশের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘এখন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আছে। এটা পরের দিন সাইক্লোনে রূপ নিতে পারে। এটা ভারতের অন্ধ্র প্রদেশ অতিক্রম করতে পারে ২৯ অক্টোবরের দিকে। এর ফলে বাংলাদেশে বৃষ্টি হবে। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে।
আগামী মঙ্গল ও বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে ঝড়বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা ওঠানামার মধ্যে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম তিন দিন অপরিবর্তিত এবং শেষের দুই দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।