জোটের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
Published: 26th, October 2025 GMT
ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ আহ্বান জানান। ২৮ অক্টোবর এ সম্মেলন শেষ হবে। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
স্বাগত বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ক্রমবর্ধমান অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে আসিয়ানের সদস্যদেশগুলোর জন্য ঐক্য, খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং অভিন্ন উদ্দেশ্য বজায় রাখা অপরিহার্য।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, নেতৃত্ব মানে রুটিনমাফিক কাজ করা নয়, এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কী অগ্রাধিকার দিতে হবে, আসিয়ানের উদ্দেশ্য কীভাবে এগিয়ে নিতে হবে ও জনগণের আশা অনুযায়ী সঠিক পথ কীভাবে নির্ধারণ করতে হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আনোয়ার আরও বলেন, ‘ক্রমবর্ধমান সুরক্ষাবাদ নীতি এবং সরবরাহশৃঙ্খলে পরিবর্তন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা ধরে রাখতে হবে। অন্যথায় আসিয়ান স্থিতিশীল থাকতে পারবে না।’
আরও পড়ুনট্রাম্প গেলেন মালয়েশিয়ায়, আরেকটি ‘বড় শান্তিচুক্তি’ সইয়ের সাক্ষী হবেন৬ ঘণ্টা আগেসম্মেলনে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সেই সিফানদোন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিশ্বের আরও অনেক নেতা।
সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ২০২৫ সাল আসিয়ানের জন্য নতুন পরীক্ষার বছর। বৈশ্বিক অনিশ্চয়তা ক্রমে বাড়ছে। ভূরাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক ব্যাঘাত অঞ্চলটির স্থিতিশীলতা ও সম্মিলিত সংকল্পকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, এ অঞ্চলজুড়ে প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি শুধু আমাদের অর্থনীতি নয়; বরং সহযোগিতায় বিশ্বাস রাখার সম্মিলিত সংকল্পকেও পরীক্ষার মুখে ফেলেছে।’
আরও পড়ুনশত বছরের বৈরিতা অবসানে ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সই২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন শ চ
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।
গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে