বৃথা গেল ব্রুকের ঝড়ো সেঞ্চুরি, নিউ জিল্যান্ডের জয়
Published: 26th, October 2025 GMT
অসাধারণ এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না হ্যারি ব্রুক। তার ঝড়ো সেঞ্চুরির পরও রোববার প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারতে হলো নিউ জিল্যান্ডের কাছে। মাউন্ট মাউনগানুইয়ে চার উইকেটের ব্যবধানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
মাত্র ১০ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। সেই ধস থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক হ্যারি ব্রুক। ১০১ বল খেলে ১৩৫ রানের ইনিংসে তিনি মারেন ১১ ছক্কা ও ৯ চার। যা দলের মোট রানের (২২৩) ৬০ শতাংশের বেশি। তার বাইরে কেবল জেমি ওভারটন (৪৬) দুই অঙ্ক ছুঁতে পারেন। বাকিদের ব্যাটিং যেন ছিল ব্যর্থতার এক প্রদর্শনী। ওপেনার জেমি স্মিথ (০), বেন ডাকেট (২), জো রুট (২), জেকব বেথেল (২), জস বাটলার (৪) ও স্যাম কারান (৬); সবাই ফিরেছেন ১২ ওভারের মধ্যেই।
আরো পড়ুন:
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
৩৫.
তবে এতকিছুর পরও ম্যাচ জেতানো যায়নি। বোলিংয়ে ভালো শুরু করেও সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ড। ২৪ রানের মধ্যেই নিউ জিল্যান্ডের তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন ব্রাইডন কার্স। যার মধ্যে অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন প্রথমবারের মতো ওয়ানডেতে ‘গোল্ডেন ডাকের’ শিকার।
কিন্তু এরপরই শুরু হয় ফিল্ডিং বিপর্যয়। স্লিপে রুট সহজ ক্যাচ ফেলেন মাইকেল ব্রেসওয়েলের (২ রানে), আর লুক উড মিস করেন ড্যারিল মিচেলের (৩৩ রানে) ধরা বলটি। ফলাফল- এই দুই ব্যাটার মিলে গড়েন ৯২ রানের জুটি, যা কার্যত ম্যাচ ঘুরিয়ে দেয়।
শেষ দিকে কার্স আরেকটি ক্যাচ ফেলেন মিচেল স্যান্টনারের (২৭)। তখনও প্রয়োজন ছিল ৪৩ রান। যা ইংল্যান্ডের শেষ আশাটুকুও মুছে দেয়।
নিউ জিল্যান্ড ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ২২৪ রান তুলে জয় নিশ্চিত করে ৮০ বল হাতে রেখে। অপরাজিত ৭৮ রানে ম্যাচ শেষ করেন ড্যারিল মিচেল। সঙ্গে ৫১ রান আসে ব্রেসওয়েলের ব্যাট থেকে।
এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ইংল্যান্ড। যাদের চোখ এখন বুধবার হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ৩৫.২ ওভারে ২২৩/১০; হ্যারি ব্রুক ১৩৫ (১০১), জেমি ওভারটন ৪৬; ফাউল্কস ৪-৪১, ডাফি ৩-৫৫, হেনরি ২-৫৩।
নিউ জিল্যান্ড: ৩৬.৪ ওভারে ২২৪/৬; ড্যারিল মিচেল ৭৮* (৯১), মাইকেল ব্রেসওয়েল ৫১ (৫১); কার্স ৩-৪৫।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবি ব্যাংকের স্থানান্তরিত কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন
এবি ব্যাংক পিএলসির রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখা সম্প্রতি রমনায় ২৬/১ কাকরাইল রোডে এইচআর ভবনে স্থানান্তর করা হয়েছে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখা উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহকগণসহ অন্যান্য কর্মকর্তা।
ঢাকা/রফিক