ফেসবুক অ্যাপের নকশাগত বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। নতুন নকশায় ফেসবুক অ্যাপের ফিড, সার্চ, নেভিগেশন ও আধেয় (কনটেন্ট) তৈরির অংশে বেশ পরিবর্তন আনা হচ্ছে। সার্চ ফলাফল ও একাধিক ছবি পোস্টের ক্ষেত্রে গ্রিড বিন্যাস যুক্ত হওয়ার পাশাপাশি অ্যাপের নিচের অংশে দেখা যাবে হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল ট্যাব। এর ফলে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় ট্যাব ব্যবহার করতে পারবেন।

মেটার তথ্যমতে, নতুন নকশায় ফেসবুক অ্যাপে একাধিক ছবি পোস্ট করতে চাইলে সেগুলো গ্রিড আকারে প্রদর্শিত হবে। ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করে ‘লাইক’ দেওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে। কোনো ছবি বা ভিডিওতে চাপ দিলে তা পুরো পর্দাজুড়ে দেখানো হবে। এটি ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ইনস্টাগ্রামের সাম্প্রতিক নকশা অনুসরণ করে ফেসবুকও স্ক্রিনের নিচে প্রধান ছয়টি ট্যাব স্থায়ীভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এতে নেভিগেশন আরও সহজ হবে।

নতুন এ উদ্যোগের আওতায় মেনু ও নোটিফিকেশন ট্যাবের নকশাও বদলে দেওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা মেটা এআইয়ের বিভিন্ন সুবিধা বর্তমানের তুলনায় আরও দ্রুত ও সহজে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অ্যাপের বিভিন্ন সেকশন ও বন্ধুদের স্টোরিও আগের তুলনায় সহজে দেখা যাবে। ফেসবুক সার্চেও বড় পরিবর্তন আসছে। এখন থেকে সার্চ ফলাফল গ্রিড আকারে প্রদর্শিত হবে, যাতে বিভিন্ন ধরনের কনটেন্ট একসঙ্গে দেখা যায়।

ফেসবুক অ্যাপে নতুন ডিসকভারি অ্যালগরিদমও যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে নতুন বন্ধুর বিষয়ে অঞ্চলভেদে পরামর্শ দেওয়া হবে। ফলে কেউ কোনো নির্দিষ্ট শহরে ভ্রমণে যাচ্ছেন জানালেই ফেসবুক সেই স্থানে থাকা  সম্ভাব্য বন্ধুর তালিকা দেখাবে। ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইলে কোন কোন বিষয় প্রদর্শিত হবে, তা নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন।

সূত্র: গ্যাজেট৩৬০

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক অ য প ব যবহ র প রদর শ

এছাড়াও পড়ুন:

মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ৩ জন প্রতিনিধি জায়গা পান।

এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ