রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শান্ত (২৬) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীমগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শান্ত নগরীর আলীমগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে ও জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার কর্মী ছিলেন।

আরো পড়ুন:

লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা

স্বামী-স্ত্রী হত্যা: যোগেশ চন্দ্রকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে শান্তর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘‘শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়।’’

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘‘প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পেঁচারআটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ‘‘একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অপরজন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ