অস্ট্রেলিয়ার দল ঘোষণা, অধিনায়ক কামিন্স
Published: 10th, December 2025 GMT
অ্যাশেজের তৃতীয় টেস্টে আবারও দেখা যাবে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে। বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। ব্রিসবেনে ৮ উইকেটের জয়ের পর সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দলে একমাত্র সংযোজনই হলো কামিন্সের নাম।
৩২ বছর বয়সী এই পেসারের মাঠের বাইরে থাকার কারণ ছিল জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া পিঠের নিচের দিকের চোট। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আশাবাদী, দীর্ঘ বিরতি সত্ত্বেও অ্যাডিলেড টেস্টের জন্য তিনি থাকবেন পুরো প্রস্তুত।
আরো পড়ুন:
বিপিএলে খেলতে ১০ ক্রিকেটারকে ছাড়পত্র দিল পাকিস্তান
টিকনার-রের বোলিং তোপে প্রথম দিন নিউ জিল্যান্ডের
“আমাদের বিশ্বাস, সে যতটা সম্ভব প্রস্তুত অবস্থায়ই ফিরবে,” বলেন ম্যাকডোনাল্ড।
চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার উসমান খাজাকেও দলে রেখেছে অস্ট্রেলিয়া। তার জায়গায় দলে ঢোকা জশ ইংলিস যদিও ওপেন করেননি; মিডল অর্ডারে খেলেছেন, আর ট্রাভিস হেড ওপেন করেছেন জেক ওয়েদারেল্ডের সঙ্গে।
ফিট হয়ে উঠলে খাজা ওপেন না-ও করতে পারেন; এমন ইঙ্গিত দিয়েছেন কোচ। প্রয়োজন হলে ব্যাটিং অর্ডার বদলাতেও আপত্তি নেই তাদের। ২০২১-২২ অ্যাশেজে পঞ্চম পজিশনে নেমে সিডনিতে দুর্দান্ত জোড়া সেঞ্চুরি করেছিলেন খাজা।
“উজি ফিট থাকলেই খেলবে। উইকেট দেখে তারপর ব্যাটিং অর্ডার ঠিক করব,” জানান ম্যাকডোনাল্ড।
তিনি আরও বলেন, “ধারণা করা হয় উজি শুধু ওপেন করতে পারে। কিন্তু তারও ফ্লেক্সিবিলিটি আছে। আসলে আমরা চাই সবাই যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত থাকুক।”
১২ বছর পর ঘরের মাঠে প্রথমবার বাদ পড়া নাথান লায়নও অ্যাডিলেডে ফিরতে পারেন। ৫৬২ টেস্ট উইকেটের মালিক অভিজ্ঞ এই স্পিনারকে গাব্বায় বাদ দেওয়া হয়েছিল সিমার-ভিত্তিক কম্বিনেশনের জন্য।
কামিন্স ফিরলে স্কট বোল্যান্ড, মাইকেল নিসার এবং ব্রেন্ডান ডগেট; এ তিনজনের মধ্যে কেবল একজনই মিচেল স্টার্কের সঙ্গে পেস আক্রমণে জায়গা পাবেন। সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ উইকেট নেওয়া স্টার্ককে ফিট ঘোষণা করেছেন কোচ। ব্রিসবেন টেস্টে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন তিনি।
অ্যাডিলেডের পর সিরিজ যাবে মেলবোর্নে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে। পঞ্চম ও শেষ ম্যাচ শুরু হবে ৪ জানুয়ারি সিডনিতে।
তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজাওয়া, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নিসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারেল্ড ও বো ওয়েবস্টার।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরো পড়ুন:
মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”
মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ৩ জন প্রতিনিধি জায়গা পান।
এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
ঢাকা/আসাদ/সাইফ