দিনাজপুরের বিরামপুরে বড়মাট মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্র যুব নাগরিক সমাবেশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। 

সমাবেশে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জামায়াত  মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থী ও যুব সমাজকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘‘জাতির সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের তরুণসমাজ। নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতাই তরুণদের সফলতার মূল চাবিকাঠি। সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাবেশ তাদের সেই প্রস্তুতি ও প্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমান যুগ প্রতিযোগিতার। শুধু ডিগ্রি নয়, সততা, সহমর্মিতা, সামাজিক দায়িত্ব—এসব গুণ অর্জন করতে পারলেই একজন তরুণ প্রকৃত নেতা হয়ে উঠতে পারে।”

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সমাবেশে ছাত্র, যুব সমাজের শক্তি, ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘দেশের প্রতিটি পরিবর্তনের পেছনে তরুণদের ভূমিকা সবচেয়ে বড়। সঠিক দিকনির্দেশনা ও শক্তিমান নেতৃত্ব গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আজকের তরুণ যদি সৎ, নীতিনিষ্ঠ ও দায়িত্ববান হয়, আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ, শান্তি ও ন্যায়ভিত্তিক।’’

তিনি আরও বলেন, ‘‘সমাজে যে অনৈতিকতা, বিভাজন, শিক্ষার সংকট বা সামাজিক অবক্ষয় দেখা যায়, তা দূর করতে তরুণদের এগিয়ে আসতেই হবে। সংগঠন শুধু কর্মসূচি দেয় না, চিন্তা, মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেয়।’’

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা সভাপতি মোহাম্মদ কুমার রহমান জাল্লাদসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মোসলেম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ৩ জন প্রতিনিধি জায়গা পান।

এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ