১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’?
Published: 10th, December 2025 GMT
চলতি বছরের শুরুতে ঘোষণা আসে ‘গোলাপ’ সিনেমার। এতে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমণি। পরিচালনায় আছেন সামছুল হুদা। ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা থাকলেও ১১ মাসে একদিনও ক্যামেরা ওপেন হয়নি।
শুটিং বিলম্বের বিষয়ে পরিচালক জানান, গল্পগত জটিলতা ও কিছু অভ্যন্তরীণ কারণে এ বছর শুটিং শুরু করা সম্ভব হয়নি। গল্প সংশোধন ও সাজানোর কাজ শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিং শুরুর পরিকল্পনা করছেন। অভিনয়শিল্পীদের সঙ্গেও নতুন শিডিউল নিয়ে আলোচনা হয়েছে।
আরো পড়ুন:
চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি
শিক্ষার্থীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে পরীমণির ক্ষোভ
খানিকটা ব্যাখ্যা করে নিরব বলেন, “ভালো একটি সিনেমা উপহার দিতে চাই বলেই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। কিছু পরিবর্তন ও নতুন দৃশ্য যোগ হয়েছে। চিত্রনাট্যও প্রায় শেষ। আশা করছি, নতুন বছরেই শুটিং শুরু করতে পারব।”
গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘গোলাপ’ একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। ছোট শহরের রাজনৈতিক টানাপড়েন, অ্যাকশন ও থ্রিল মিলিয়ে গল্প লিখেছেন অনিক বিশ্বাস।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর মন চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরো পড়ুন:
মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”
মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ৩ জন প্রতিনিধি জায়গা পান।
এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
ঢাকা/আসাদ/সাইফ