ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশকে বলেছেন, ঘটনার দিন গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন তিনি। যা দেখে ফেলেন গৃহকর্তী লায়লা আফরোজ। এ নিয়ে ধস্তাধস্তি হলে মা-মেয়েকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

আরো পড়ুন:

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপির

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

সহিদুল ইসলাম মাসুম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাবল মার্ডার হত্যা মামলার আসামি আয়েশা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটক করা হয় তার স্বামী জামাল শিকদার রাব্বিকে। জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছেন, চুরি ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করেছেন তিনি। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। জামাল শিকদার ঝালকাঠির কয়ারচর এলাকার জাকির শিকদারের ছেলে।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঢাকা/অলোক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদপ র গ হকর

এছাড়াও পড়ুন:

ধামগড় ইউনিয়ন ৪টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বন্দর উপজেলা বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন ৩, ৪, ৭ ও ৯নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ‎‎

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন এবং ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার যৌথভাবে ১৭ সদস্যবিশিষ্ট এই চারটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।

‎‎বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার লক্ষ্যে ধামগড় ইউনিয়ন বিএনপির চারটি ওয়ার্ড বিএনপি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃবৃন্দ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে।

‎‎তিনি আরও বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ১৫দিনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা ধামগড় ইউনিয়ন বিএনপির চারটি ওয়ার্ডের কমিটি গঠন করে দিয়েছি।

আর ধামগড় ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকায় আমি ও বন্দর উপজেলার সভাপতি এবং ধামগড় ইউনিয়নের সভাপতি যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটি অনুমোদন করে দিয়েছি
 

সম্পর্কিত নিবন্ধ