ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন নায়িকা সোনিয়া
Published: 10th, December 2025 GMT
ঢাকাই সিনেমার প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার পাশে দাঁড়াতে একে একে ছুটে যাচ্ছেন শোবিজের পরিচিতরা। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া। বহুদিন পর নন্দিত এই শিল্পীর সঙ্গে দেখা করে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে সোনিয়া লেখেন, “ইংল্যান্ডের কর্মব্যস্ত জীবনের কারণে অনেকদিন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। যোগাযোগ সবসময় হয়, তবে আজ প্রথম সুযোগ পেলাম তাকে দেখতে যাওয়ার। ভাইয়ার চলমান চিকিৎসায় কিছুদিনের বিরতি ছিল। আগামী সপ্তাহে আবার চিকিৎসা শুরু হবে।”
আরো পড়ুন:
১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’?
চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, দেখা যাবে ঈদে
ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ তথ্য উল্লেখ করে সোনিয়া লেখেন, “ভাইয়া আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। উনার পরিবারের সঙ্গে কাটালাম ভালো সময়। ডাক্তারের পরামর্শ ছাড়া পরবর্তী কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। তবে আপাতত বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।”
ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের সঙ্গে আছেন। মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিদের সঙ্গে তার সময় কাটছে। এ নায়কের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। সোনিয়া অনুরোধ করেছেন, কোনো ধরনের গুজব না ছড়িয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া করতে।
সোনিয়া বেশকিছু সিনেমায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’ প্রভৃতি। তবে কখনো জুটি হয়ে অভিনয় করেননি দুই প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা।
দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে আছেন সোনিয়া। স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরো পড়ুন:
মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”
মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ৩ জন প্রতিনিধি জায়গা পান।
এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
ঢাকা/আসাদ/সাইফ