চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মূল ক্যাম্পাস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ফ্রেমিং দ্য ফিউচার: মাল্টিসেক্টরাল ইকোনমিক রিফর্মস ফর আ নিউ বাংলাদেশ’। সকাল সাড়ে ৯টায় অতিথিদের আগমন ও আয়োজকদের স্বাগত জানানোর মধ্য দিয়ে এর উদ্বোধনী পর্ব শুরু হয়। আয়োজকেরা জানান, উদ্ভাবন, নীতি সংস্কার, প্রযুক্তি ও মানবসম্পদের সমন্বয়ই ভবিষ্যতের বাংলাদেশের অর্থনৈতিক স্থিতি ও প্রতিযোগিতা সক্ষমতা নির্ধারণ করবে। এ সম্পর্কে জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন এ আয়োজনের আহ্বায়ক তাসমীম চৌধুরী। পরে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাহিদ আখতার জাহান। তিনি বলেন, ‘কৌশলগত নীতি সংস্কার ছাড়া অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়া সম্ভব নয়।’

এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সিএইচটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক বাংলাদেশের টিম লিড শাইং শাইং ইউ নিনি ও ব্যাংক এশিয়া পিএলসির আগ্রাবাদ শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বোরহান উদ্দিন খন্দকার। এতে বক্তারা আঞ্চলিক উন্নয়ন, বেসরকারি খাতের উদ্ভাবন ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা শিক্ষাবিদ মু.

সিকান্দার খান

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধামগড় ইউনিয়ন ৪টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বন্দর উপজেলা বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন ৩, ৪, ৭ ও ৯নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ‎‎

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন এবং ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার যৌথভাবে ১৭ সদস্যবিশিষ্ট এই চারটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।

‎‎বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার লক্ষ্যে ধামগড় ইউনিয়ন বিএনপির চারটি ওয়ার্ড বিএনপি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃবৃন্দ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে।

‎‎তিনি আরও বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ১৫দিনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা ধামগড় ইউনিয়ন বিএনপির চারটি ওয়ার্ডের কমিটি গঠন করে দিয়েছি।

আর ধামগড় ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকায় আমি ও বন্দর উপজেলার সভাপতি এবং ধামগড় ইউনিয়নের সভাপতি যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটি অনুমোদন করে দিয়েছি
 

সম্পর্কিত নিবন্ধ