‍“আমার ভাগ্নেরে মারতাছিল মোবাইল চুরির কথা কইয়া, সে মোবাইল চুরি করে নাই, মাফ চাইছে, হাতে-পায়ে ধরছে কিন্তু ছাড়ে নাই। আমি ছাড়াইতে গেছি, আমারেও মারছে, জামাকাপড় ছিঁড়া ফালাইছে। কেউ ভয়ে থামাইতে পারে নাই। কিছু না কইরাও আমরা এরকম মাইর খাইলাম, বেলচা দিয়ে পিটাইছে, কিল-ঘুষি দিছে, আমি বিচার চাই”, এভাবেই মারধরের বিবরণ দিচ্ছিলেন আখির আলী।

রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক ও তার মামাকে মারধর করেন গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইমান আলী ও তার ছেলে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন:

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর-তালাক, অন্যজনের সঙ্গে বিয়ে

৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মারধরের শিকাররা হলেন- ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা এলাকার আমান উল্লাহ (২২) ও তার মামা একই এলাকার আঁখির আলী (৩৯)। আঁখির আলী বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার ‘আখির মার্কেট’-এর মালিক।

অভিযুক্তরা হলেন- গাংগুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইমান আলী (৫০) ও তার ছেলে ইসমাইল (২৪)। তারা কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ৭-৮ দিন আগে রাতে ইউপি সদস্যের ভাড়া বাড়িতে রঙের কাজ করতে কথা বলতে যান আমান উল্লাহ। সেখানে এক ভাড়াটিয়ার সঙ্গে কথার একপর্যায়ে নিজের বাড়িতে পেঁপে গাছ ও পেঁপে আছে বলে জানান আমান। সেই ভাড়াটিয়া পেঁপে চাইলে তিনি বাড়িতে পেঁপে আনতে যান। রাত হওয়ায় ভাড়াটিয়া তার একটি বাটন ফোন দিয়ে দেন লাইট হিসেবে ব্যবহারের জন্য। তবে, পেঁপে নিয়ে আমানের ফিরতে দেরি হলে ভাড়াটিয়া তার মামাকে বিষয়টি জানান। এরইমধ্যে আমান পেঁপে ও ফোন নিয়ে ফিরে আসেন। দেরি হওয়ায় ফোন চুরির অপবাদ দিয়ে তাকে আটকে চড় মারেন ওই ভাড়াটিয়া। এরপর বাড়িওয়ালা ইউপি সদস্য ও ভুক্তভোগীর মামা সেখানে গেলে তাকে ওই ভাড়াটিয়ারা ছেড়ে দেন। 

তারা জানান, রবিবার রাতে আমান আখির মার্কেটের একটি দোকানে রঙের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি তাকে চড় মারা ভাড়াটিয়াকে মার্কেটে দেখতে পান। তাকে থামিয়ে তিনি একটি চড় মারেন। এর জেরে ওই ভাড়াটিয়া তার বাড়িওয়ালা ইউপি সদস্যকে ডেকে আনেন। সেখানে এসে ইউপি সদস্য আমানকে পাশে থাকা একটি বেলচা দিয়ে পেটাতে শুরু করেন। মারধরের সময় হাতে-পায়ে ধরে মাফ চান আমান। একপর্যায়ে মারধরে যোগ দেন ইউপি সদস্যের ছেলেও। প্রায় ১০-১৫ মিনিট ধরে বেলচা দিয়ে পেটানোসহ তাকে কিল-ঘুষি মারেন তারা। 

ভাগ্নেকে মারধরের খবর পেয়ে সেখানে উপস্থিত হন মার্কেট মালিক আঁখি। আমানকে উদ্ধার করতে গেলে ইউপি সদস্য কিল-ঘুষিসহ মারধর করেন মার্কেট মালিককেও। তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা নেন।

এ ঘটনার একাধিক ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে রয়েছে। একটিতে আমানকে টেনে নিয়ে যেতে দেখা যায়। অপরটিতে আমানকে মাফ চাইতে দেখা যায়। এছাড়া আঁখিরকে মারধর করতেও দেখা যায় ইমান আলীকে ভিডিওটিতে।

ভুক্তভোগী আঁখির আলী বলেন, “আমার ভাগ্নে আমান কাজের জন্য ইমান আলীর বাড়ি গেছিল। তখন ওই বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে কথা হয়। সে জানায়, তার বাড়িতে পেঁপে গাছ আছে, পেঁপে আছে। তখন তারা পেঁপে চায়। আমান বাড়ি যাবে, তাই লাইটের জন্য ওদের একটা ফোন তাকে দেয়। পেঁপে নিয়ে ফিরতে দেরি হলে ওই ভাড়াটিয়ারা আমাকে জানান, আমার ভাগ্নে ফোন নিয়ে গেছে।” 

“এরমধ্যেই ভাগ্নে ফোন, পেঁপে নিয়ে ওই বাড়ি ফিরে যায়। ফিরলে তারা আমার ভাগ্নেকে আটকে মারধর করে। তখন আমি সেখানে যাই। ইমান আলী আমার ভাগ্নেকে আমাকে দিয়ে দেয়। যারা মারছিল, এরমধ্যে একজনকে (ইমান আলীর ভাড়াটিয়া) আজকে আমার মার্কেটে দেখে ভাগ্নে। তাকে একটা চড় দেয়। সেই ছেলে ইমান আলীকে জানায়। তখন ইমান আলী এসে আমানকে মারধর করে। ভাগ্নে ভয়ে একটা ঘরে লুকায়, সেখান থেকে টেনে বের করে তাকে এলোপাতাড়ি পেটায় বেলচা দিয়ে। আমি থামাতে গেলে আমাকেও লাথি, কিল-ঘুষি মারেন ইমান আলী ও তার ছেলে ইসমাইল”, যোগ করেন তিনি। 

আঁখির আলী অভিযোগ, “প্রায় ১৫ দিন আগে ইমান আলী আমার কাছে মার্কেট চালাই তাই ৩৫ হাজার টাকা চাঁদা চান। আমি না দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল। আমি এই বিষয়টি বিএনপির নেতাকেও জানিয়েছিলাম। আজকে তারা আমাকে মারল। আমি বিচার চাই। আমি থানায় অভিযোগ করব, তাদের গ্রেপ্তারের দাবি জানাই।”  

অভিযুক্ত ইউপি সদস্য ইমান আলী মারধরের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “আঁখির ভাগ্নে মোবাইল চুরি করেছিল। তাকে আটকানো হয়েছিল। আমি মাফ করে দিছি। আজকে আমার ভাড়াটিয়া বাজার করে ফেরার সময় তাকে ধরে চড় মেরেছে। আমি বিচার করেছি। ধরে কয়টা দিতে গেছি, তখন আঁখি আসছে। তাই আরকি।” 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মনিরুল ইসলাম বলেন, “কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ ওই ভ ড় ট য় আম র ভ গ ন আ খ র আল ম রধর র এল ক র চড় ম র সদস য

এছাড়াও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি হওয়া ৯৪ ভরি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি হওয়া ৯৪ ভরি ১৪ আনা সোনা উদ্ধার করেছে মুন্সিগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আক্তারুজ্জামান মুন্সি, মাই টিভির প্রতিনিধি মো. রমজান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রমজান আলী, মাইক্রোবাসচালক জাকির হোসেন ও মিরপুরের জুয়েলারি ব্যবসায়ী ইসমাইল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে করে সোনা নিয়ে যাচ্ছিলেন দুই ভাই। বাসটি গজারিয়া এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা তিনজনসহ পাঁচজনের একটি দল ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক মামলার অজুহাত দেখিয়ে বাস থেকে নামিয়ে নেন। একপর্যায়ে তাঁদের হাতকড়া পরিয়ে একটি ‍মাইক্রোবাসে তোলা হয়। পরে তাদের চোখ বেঁধে মারধর করে ১৪৫ ভরি স্বর্ণালংকার, টাকা, মুঠোফোন, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। ওই দুই ব্যবসায়ীকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি এলাকায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ৯ ডিসেম্বর সকাল থেকে রাজধানীর কাফরুল, মিরপুর ও মানিকগঞ্জের হরিরামপুরে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ওই পাঁচজনকে আটক করা হয়।

একপর্যায়ে তাঁদের কাছ থেকে ৯৪ ভরি ১৪ আনা সোনা, সোনা বিক্রির ১৩ লাখ ৫০ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, ২ জোড়া হাতকড়া, ২টি ওয়াকিটকি, পুলিশের ৩ সেট ইউনিফর্ম ও ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় গজারিয়া থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অবশিষ্ট সোনা ও পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষককে হেনস্তা করলেন ডাকসু নেতা
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি হওয়া ৯৪ ভরি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৫