Prothomalo:
2025-10-27@09:12:00 GMT

নানান রঙের করবী

Published: 27th, October 2025 GMT

আপনি নিশ্চয় করবী ফুলের নাম জানেন। আরও বেশি জানেন রক্তকরবীর নাম। রক্তকরবী নামে একটি নাটকের কথাও আমরা জানি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত একটি বইয়ের নাম আত্মজা ও একটি করবী গাছ। একটি ফুল কতটা জনপ্রিয় হলে মানুষের এমন জীবনঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু যে ফুলটি আমাদের এত চেনাজানা, এতটাই প্রিয়; তার খোঁজখবর কি আমরা খুব একটা রাখি? আপনি কি ইদানীং আপনার আশপাশে কোনো করবীগাছ দেখেছেন? আমাদের মনন ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া সেই আবেগ জড়ানো রক্তকরবী? তার পরিবর্তে আপনি হয়তো দেখেছেন সাদাকরবী কিংবা পদ্মকরবী। তা–ও আমাদের রীতিবদ্ধ কোনো বাগানে।

তিন বা চার দশক আগের তুমুল জনপ্রিয় এই ফুল আমাদের ঘরের আঙিনা থেকে অনেকটাই দূরে চলে গেছে। এখন আর কেউ শখ করে নিজের বাগানে রক্তকরবী রোপণ করেন না। ইদানীং কোনো কোনো বাগানে চোখে পড়ে পদ্মকরবী। তা–ও সংখ্যায় খুবই কম। দেশের নতুন সড়কগুলোতে রোপণ করা হচ্ছে করবীর গাঢ় লাল রঙের আরেকটি নতুন রকমফের। সাদা রঙের করবী ফুলও কদাচ কোনো কোনো বাগানে দেখা যায়। সবুজের পটভূমিতে দু–এক স্তবক তুষারশুভ্র করবী চারপাশের দৃশ্যপট বদলে দেয়। দক্ষিণ ভারতের বিভিন্ন বাগানে দুধে আলতা বা ধূসর গোলাপি রঙের করবী দেখে বেশ চমৎকৃত হয়েছি। আমাদের দেশে করবীর এই রকমফের চোখে পড়েনি।

সাদাকরবী, শিশু একাডেমির বাগান থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র র করব

এছাড়াও পড়ুন:

নানান রঙের করবী

আপনি নিশ্চয় করবী ফুলের নাম জানেন। আরও বেশি জানেন রক্তকরবীর নাম। রক্তকরবী নামে একটি নাটকের কথাও আমরা জানি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত একটি বইয়ের নাম আত্মজা ও একটি করবী গাছ। একটি ফুল কতটা জনপ্রিয় হলে মানুষের এমন জীবনঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু যে ফুলটি আমাদের এত চেনাজানা, এতটাই প্রিয়; তার খোঁজখবর কি আমরা খুব একটা রাখি? আপনি কি ইদানীং আপনার আশপাশে কোনো করবীগাছ দেখেছেন? আমাদের মনন ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া সেই আবেগ জড়ানো রক্তকরবী? তার পরিবর্তে আপনি হয়তো দেখেছেন সাদাকরবী কিংবা পদ্মকরবী। তা–ও আমাদের রীতিবদ্ধ কোনো বাগানে।

তিন বা চার দশক আগের তুমুল জনপ্রিয় এই ফুল আমাদের ঘরের আঙিনা থেকে অনেকটাই দূরে চলে গেছে। এখন আর কেউ শখ করে নিজের বাগানে রক্তকরবী রোপণ করেন না। ইদানীং কোনো কোনো বাগানে চোখে পড়ে পদ্মকরবী। তা–ও সংখ্যায় খুবই কম। দেশের নতুন সড়কগুলোতে রোপণ করা হচ্ছে করবীর গাঢ় লাল রঙের আরেকটি নতুন রকমফের। সাদা রঙের করবী ফুলও কদাচ কোনো কোনো বাগানে দেখা যায়। সবুজের পটভূমিতে দু–এক স্তবক তুষারশুভ্র করবী চারপাশের দৃশ্যপট বদলে দেয়। দক্ষিণ ভারতের বিভিন্ন বাগানে দুধে আলতা বা ধূসর গোলাপি রঙের করবী দেখে বেশ চমৎকৃত হয়েছি। আমাদের দেশে করবীর এই রকমফের চোখে পড়েনি।

সাদাকরবী, শিশু একাডেমির বাগান থেকে

সম্পর্কিত নিবন্ধ