শ্রীপুরে শ্রমিকেরা সকালে কাজে গিয়ে দেখেন কারখানা বন্ধের নোটিশ
Published: 27th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় এএ নিটস্পিন মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন, ফটকে ঝুলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ।
আজ সোমবার সকালে নোটিশটি দেখে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। তাঁরা কারখানা খোলার জন্য আন্দোলন শুরু করেন। পরে শিল্প পুলিশের আশ্বাসে শ্রমিকেরা বেলা একটার দিকে আন্দোলন স্থগিত করেন।
কারখানার সামনে টানানো নোটিশে বলা হয়, গত বৃহস্পতিবার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় কারখানার গুরুত্বপূর্ণ মেশিন ভাঙচুর করেছেন। এ অবস্থায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন–২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এএ নিটস্পিন কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে। আন্দোলনের মুখে গতকাল রোববার বকেয়া তিন মাসের বেতনের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করেছে কারখানার কর্তৃপক্ষ। আজ থেকে কারখানা চালু করার কথা ছিল। কিন্তু তাঁরা নির্দিষ্ট সময়ে কারখানার সামনে গিয়ে দেখেন, ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানানো।
শ্রমিকদের দাবি, কারখানাটির বেশির ভাগ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। নোটিশে কারখানার ভেতর শ্রমিকদের ভাঙচুরের কারণ উল্লেখ করা হলেও সেখানে কোনো ভাঙচুর করা হয়নি।
কারখানার মেকানিক্যাল বিভাগের কর্মী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, কথা অনুযায়ী সকালে তাঁরা কারখানায় কাজে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকেরা উত্তেজিত হন। তাঁরা এ সিদ্ধান্তের শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। এ অবস্থায় সেখানে থাকা শিল্প পুলিশ শ্রমিকদের আগামীকাল মঙ্গলবার কারখানার সামনে আসার জন্য বলে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারখানা চালু করা হবে বলে কথা দেয়। এরপর শ্রমিকেরা শান্ত হয়ে আন্দোলন স্থগিত করেন।
এ বিষয়ে কারখানার কর্মকর্তা মো.
শিল্প পুলিশের শ্রীপুর সাব–জোন ইনচার্জ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, কারখানা বন্ধের নোটিশে শ্রমিকেরা উত্তেজিত হলেও পরে তাঁদের বুঝিয়ে শান্ত করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ধ র ন ট শ ল র জন য
এছাড়াও পড়ুন:
যুবদলের র্যালিতে বন্দর থানা যুবদলের সাবেক নেতাদের যোগদান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিজয় র্যালিতে বিপুল নেতাকর্মী নিয়ে যোগদান করেছে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্দর থানার ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মহানগর যুবদলের ব্যানারে শহরের মন্ডলপাড়া এলাকায় সমবেত হয়। পরে র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সভার মাধ্যমে শেষ হয়।
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন বন্দর থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সফর আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ২৫ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক হোসেন সাধারন সম্পাদক আক্তার হোসেনসহ বন্দরে ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।