বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন বিরতির পর আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’।
২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারব।”
আরো পড়ুন:
শুধু বেঁচে থাকার চেয়ে, বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়: পরীমণি
‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’
সিনেমাটিতে পরীমণিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’ রূপে, আর তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, ‘রায়হান’ নামে এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নিজের প্রত্যাবর্তন নিয়ে পরীমণি বলেন, “এই সিনেমা আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই সিনেমার মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে ‘ডোডোর গল্প’-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ভালোবাসবেন।”
‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। এ নির্মাতা বলেন, “একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি এই সিনেমায়। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি তুলে ধরা হয়েছে সিনেমায়।”
২০২১–২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। এতে অভিনয় করেছেন মোট ৮৭ জন শিল্পী, আর শুটিং হয়েছে দেশের ২৫টিরও বেশি লোকেশনে।
প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে মায়ের নিরন্তর অনুসন্ধান শেষে সে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি, এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”
এদিকে, জন্মদিন উদযাপনের জন্য বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। তার হাতে আপাতত নতুন কোনো সিনেমার কাজ নেই। অন্যদিকে নায়ক সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের আগস্টে দেশটিতে পাড়ি জমিয়েছেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর মন র গল প
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুর ও আদাবরে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁদের মধ্যে দুজন কিশোর গ্যাং সদস্য ও দুজন মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় কার্যক্রম পরিচালনা করা সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা এই অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি ও উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদপুর থানা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
অভিযানে একটি দেশীয় সামুরাই অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সুজন ব্যাপারী (২৭) ও মো. রাব্বি (২২)। তাঁরা দুজনই চিহ্নিত কিশোর গ্যাং সদস্য, যাঁদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার এড়াতে একটি দোতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর ঝাঁপ দিয়ে তাঁরা কিছুটা আহত হন। পরে তাঁদের গ্রেপ্তার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদক ও মাদক বিক্রির অর্থসহ দুজনকে গ্রেপ্তার করা হয়