ভারতে টেস্ট সিরিজে ফিরছেন অধিনায়ক বাভুমা, আছেন ব্রেভিসও
Published: 27th, October 2025 GMT
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করা নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ফিরছেন দলে। টেস্টে ফেরার আগে তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলবেন।
বাভুমার ফেরায় জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহাম। একইভাবে পাকিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রেনেলান সুব্রায়েন।
আরো পড়ুন:
শেষ ৩ ওভারে ৫১ রান, পরাজয়ের কারণে বললেন লিটন
সন্ধ্যায় উইন্ডিজের ঝড়, রাতে বাংলাদেশের ‘নিরামিষ’ ব্যাটিংয়ে হার
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ বছরই তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর পাকিস্তানের মাটিতে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে। অধিনায়ক হিসেবে এখনো কোনো টেস্ট না হারা বাভুমার নেতৃত্বে ভারত সফর নিয়েও আশাবাদী প্রোটিয়ারা। বিশেষ করে গত দুই সফরে বড় পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়াতে চায় তারা।
যুবা তারকা ব্রেভিস পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে শূন্য রানে আউট হলেও স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। কারণ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তার করা অর্ধশতক দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তরুণ ব্যাটার রায়ান রিকেলটন, টনি ডি জরজি ও ট্রিস্টান স্টাবসও ঘূর্ণিপিচে ব্যাট হাতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। ভারতের মতো চ্যালেঞ্জিং সফরের আগে এদের পারফরম্যান্স প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে স্থিতি এনে দিয়েছে।
বোলিং আক্রমণে আগের মতোই শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। পেস বিভাগে আছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও করবিন বশ। স্পিন বিভাগেও অভিজ্ঞতা ও বৈচিত্র্যের মিশেল- কেশব মহারাজ, সেনুরান মুথুসামি ও সাইমন হার্মার পাকিস্তান সিরিজে ভালো করেছিলেন। ভারতেও তাদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে গৌহাটিতে।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি, ডিওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জরজি, ট্রিস্টান স্টাবস, করবিন বশ, উইয়ান মুলডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি ও সাইমন হার্মার।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
দেশের সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে তা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রোববার ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে সোমবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। তারিখ বলা কঠিন। সঠিকভাবে তারিখ বলতে পারছি না। আগামীকাল রোববার কি ফলাফল প্রকাশ হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪৮-৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের জন্য চেষ্টা চলছে। রোববার না দিতে পারলে সোমবার দেওয়ার চেষ্টা থাকবে। যেহেতু সোমবারের পরদিন মঙ্গলবার ছুটির দিন (শহীদ বুদ্ধিজীবী দিবস), তাই সোমবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।’
এর আগে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।
এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের৪ ঘণ্টা আগেমেধাতালিকা নির্ধারণ কীভাবে—
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।
(ক) এসএসসির জিপিএর-৮ গুণ = ৪০।
(খ) এইচএসসির জিপিএর ১২ গুণ = ৬০।
লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।
*২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা করা হবে।
আরও পড়ুনগুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ছবি ও সেলফির ক্ষেত্রে নির্দেশনা১ ঘণ্টা আগে২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৫ হাজার ৬৪৫টি যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৭ হাজার ৪০৬টি। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক ৯৫০টি আসন। ১৩ হাজার ৫১ টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।
আরও পড়ুনস্কুলে ভর্তির লটারি: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ৩ ধাপে, যেভাবে হবে৮ ঘণ্টা আগে