ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় ও কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা (৫৫) এক নারী মঙ্গলবার ভোরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।
অপরদিকে, কমলাপুর রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক নারী নিহত হন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানান।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। এতে দেড় লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহম্মেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ফাহিম, আরমান ও সাধন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন:
নাফিসা কামালসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা
রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে
আরো পড়ুন: ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ৫
সোমবার সকাল ১০টার দিকে ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় জনতা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর চালক ট্রেন ছাড়তে চাইলে অবরোধকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হন।
এর আগে, একই দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দূর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা/রুমন/মাসুদ