সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে স্বেচ্ছোয় রক্তদান ও বর্ণাঢ্য আনন্দ র্যালি
Published: 28th, October 2025 GMT
যুবদলরে ৪৭তম প্রতষ্ঠিার্বাষকিী উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে স্বচ্ছোয় রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়ছে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালীতে প্রধান অতিথি হসিেেব উপস্থতি ছলিনে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতথিরি বক্তব্যে তিিন বলেন, যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্ত দান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক এবং এই আনন্দ র্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আজকের তরুণেরা দেখিয়ে দিয়েছে—যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত।
তিনি আরও বলেন, “যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা।আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে। আজ যুবদল সেই মানবিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ আর মানবতার ইতিহাস। এই আনন্দ র্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের যুবদের প্রাণের স্পন্দন।
যুবদলের জন্ম হয়েছে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে। আমরা সেই ঐতিহ্যের ধারক ও বাহক। আজ সোনারগাঁয়ে যে বিপুল উৎসাহে যুবদল রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালি করেছে—তা প্রমাণ করে, এই দেশের তরুণরা এখনো অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে দৃঢ় অবস্থানে আছে।
রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর ইসলাম সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, রাকিব হাসান, প্রচার সম্পাদক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বদল য বদল ন র য়ণগঞ জ ব এনপ র স য বদল র আনন দ র ম নবত র স ন রগ ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন না’গঞ্জ শাখার সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় শহরের চাষাঢ়ায় নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি- মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ-ই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গবেষক, লেখক, কলামিস্ট ও জাতীয় মানবাধিকার সোসাইটি নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি - ড. মোঃ সাইদুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাস্ তি ফাউন্ডেশন এর চেয়ারম্যান- এড. কাজী রুবায়েত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি - কাজী তানভীর হাসান, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ- এম. এ. করিম, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি - এড. সাহিদুল ইসলাম টিটু, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব- এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ ও মোনাজাত করেন- সংগঠনের সদস্য- শুক্কুর মাহমুদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক- মোঃ জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত অতিথিরা সকলেই মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অধিকার বাস্তবায়নে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার উৎসাহ দেন। সে-ই সাথে দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান।
ও-ই সময় সংগঠনের সদস্যদের মধ্যে হতে ২০২৫ এ যারা মানবিক সেবামূলক কাজে অংশগ্রহণ ও কাজ করেছেন, তাদেরকে সদস্য মূল্যায়ন সন্মাননা স্মারক ২০২৫ ঘোষণা করা হয় এবং অতিথিদের মাধ্যমে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সদস্য মূল্যায়ন সন্মাননা পেলেন যারা তারা হলেন, মহিলা বিষয়ক সম্পাদক- এড. মনি গাঙ্গুলি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রাবেয়া খন্দকার রিয়া, অর্থ বিষয়ক সম্পাদক - শাকিলা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক - জহিরুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য- সোহাগ, শুক্কুর মাহমুদ জুয়েল ও এস. এ. বিপ্লব।
এ সময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জাকির হোসেন, আফরোজা আক্তার, মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।