স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বড় ভাইকে কুপিয়ে হত্যা
Published: 28th, October 2025 GMT
স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছে, এমন সন্দেহে বড় ভাই একাব্বর মিয়াকে (২৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই ফারুক মিয়া।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় নিজ বাড়িতে একাব্বরকে কোপানো হয়।
একাব্বর ও ফারুক সৎ ভাই। তারা ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। ফারুককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একাব্বরের সঙ্গে ফারুকের স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে, এমন সন্দেহ করছিলেন ফারুক। বিষয়টি সবার মধ্যে জানাজানি হলে মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো ফারুকের। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া চলছিল। এ বিষয় নিয়ে একাব্বরও ঝগড়ায় অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহে নেওয়ার পথেই একাব্বরের মৃত্যু হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেছেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে, ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার সাথে কারো পরকীয়া সম্পর্ক নেই। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঢাকা/তারিকুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরক য় অবস থ
এছাড়াও পড়ুন:
চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, আধাঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
শনিবার (২৫ অক্টোর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি এলাকায় পোঁছাতেই ট্রেনের শেষের বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনটি দ্রুত থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”
মো. শাহাদাত হোসেন বলেন, “খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে আধাঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে সংযোগ করার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/মিলন/এস