দীপিকার পাশে রাশমিকা, বললেন...
Published: 28th, October 2025 GMT
দৈনিক আট কর্মঘণ্টা নিয়ে মতবিরোধরের জেরে দুই বড় বাজেটের দক্ষিণি সিনেমা ছেড়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর এই মতের পক্ষে–বিপক্ষে কথা বলেছেন অনেক তারকাই। তবে নিজের নতুন ছবির প্রচারে দীপিকার পক্ষেই কথা বললেন রাশমিকা মান্দানা।
‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, তিনি অনেক সময়ই আট ঘণ্টার বেশি কাজ করেছেন। কিন্তু এটা মোটেও ঠিক হয়নি। অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বেশি কাজ করি, এটা মোটেও সুপারিশযোগ্য নয়। এটি কখনো করবেন না, যা আপনার জন্য আরামদায়ক, তাই করুন। ৮ ঘণ্টা বা ৯-১০ ঘণ্টার কাজের সময় ঠিক করুন। বিশ্বাস করুন, পরে এইটা আপনাকে বাঁচাবে। আমি সম্প্রতি কর্মঘণ্টা নিয়ে অনেক আলোচনা দেখেছি। আমার উপলব্ধি হলো, আপনার সঙ্গে যেটা যায়, সেটাই করুন।’
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।
অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।
নুসরাত ফারিয়া