নির্বাচনী প্রতীকসংক্রান্ত বিধান অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যদি জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায়, তাহলে তারা যেন নিজেদের প্রতীক বা জোটের অন্য কোনো প্রতীক ব্যবহার করার স্বাধীনতা পায়—এই বিধানটাই বহাল থাকা উচিত। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ ধারার এক উপধারায় সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়, তবে সেই নিবন্ধিত দল নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে বাধ্য থাকবে। আগে এ বিধানে দলগুলোকে নিজস্ব প্রতীক বা জোটের প্রতীক—দুটির মধ্যে যে কোনোটি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া ছিল।

সালাহউদ্দিন আহমদ জানান, নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে অধিকাংশ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। এর মধ্যে ছিল ‘না ভোট’-এর বিধান, প্রার্থীদের জামানত বৃদ্ধি, নির্বাচনে অনিয়ম হলে কমিশনের এখতিয়ার বাড়ানো, আচরণবিধি ভঙ্গের জরিমানা বৃদ্ধি ইত্যাদি। তবে প্রতীকসংক্রান্ত সংশোধনীটির সঙ্গে তাঁরা একমত নন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন। পাশাপাশি আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠানোর পর তিনি অনানুষ্ঠানিকভাবে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তখন উপদেষ্টা বলেছিলেন, বিষয়টি সরকারের নজরে আনবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা করে দেখবেন। এতে একটি বিহিত হবে বলে তিনি আশ্বস্ত করেছিলেন।

পরে বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হলেও ওই সংশোধনী অপরিবর্তিত থেকেছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, তাই আজ তিনি দলের পক্ষ থেকে লিখিতভাবে আইন উপদেষ্টার কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। একই ধরনের চিঠি বিএনপির মহাসচিবের স্বাক্ষরে প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, বহু দলের অংশগ্রহণে জাতীয় সংসদ আরও সমৃদ্ধ হয়। ছোট দলগুলোর মধ্যেও অনেক যোগ্য ও অভিজ্ঞ নেতা আছেন। তাঁরা যদি সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান, তাহলে নীতিনির্ধারণ ও আইন প্রণয়নে বৈচিত্র্য ও ভারসাম্য আসবে। সে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহারের স্বাধীনতা আগের মতোই থাকা উচিত।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন আহমদ উপদ ষ ট দলগ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

জাতীয় ঐকমত্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করছে কমিশন: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্যের বদলে কমিশন ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আরো পড়ুন:

ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মানবে না: ফারুক

ব্যানার নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত

ঐক্যমতের সুপারিশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি-তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয়, যা কিছু প্রস্তাব ওখানে দেওয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন, তাহলে দেখবেন আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি, সেই সনদবহির্ভূত অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “জুলাই জাতীয় সনদ ৮৪টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট আছে। পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এসব নোট অব ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো যারা দিয়েছে, তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সব দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে, সেখানে আছে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশমালার সঙ্গে, সেখানে এই নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ নেই।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে কমিশনের সুপারিশে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির প্রতিনিধিত্ব করা সালাহউদ্দিন আহমদ বলেন, “হয়তোবা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যাটা নিয়ে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে। যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি। এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় ঐকমত্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করছে কমিশন: সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে কারাগারে আ.লীগ নেতা বাচ্চুর মৃত্যু 
  • জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিতে হবে- খেলাফত মজলিস
  • একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যে জোর দিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন
  • এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখছে বিএনপি
  • দুর্নীতি করলে উপদেষ্টাদেরও বিচার হবে: অলি আহমদ
  • নির্বাচন ঘিরে সক্রিয় হবে অনেক পরাশক্তি, নানা এজেন্সি: গোলাম পর‌ওয়ার
  • জাতীয় পার্টি সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগই নির্বাচনে অংশ নিল: আখতার হোসেন
  • জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি জানাল বিএনপি