নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দিনব্যাপী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকিরবাড়ি, উজান গোপিন্দী মোড়, দিগলদী বাজার, বৈলারকান্দি বাজার ও সুইচগেট এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগ চলাকালে তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান। বিকেলে গণসংযোগটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ চেয়ারম্যান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, উপজেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরীন সুলতানা মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক পেয়ারা বেগম মেম্বার, পৌর মহিলা দলের সাবেক সভানেত্রী মাসুদা বেগম, হাইজাদী ইউনিয়ন মহিলা দলের সভাপতি ফারজানা, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আশিকুল ইসলাম আশিক ও পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি তাহের আলীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ শেষে পারভীন আক্তার বলেন, “আওয়ামী সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ দল র স ব ক ব এনপ র গণস য গ

এছাড়াও পড়ুন:

ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম

ঢাকার বারিধারা, গুলশান, বসুন্ধরা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম নিজেই তাঁর বাড়ি, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের তথ্য দেন। আজ সোমবার দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দুদক গত বৃহস্পতিবার রাজধানীর বংশাল থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাঁকে আদালতে নেওয়া হয়। কিন্তু আদালতে গিয়ে তিনি জবানবন্দি দিতে অস্বীকার করেন।

দুদক বলছে, বারিধারায় আট কাঠা জমির ওপর ‘পুতুল হাউস’ নামে একটি ট্রিপ্লেক্স বাড়ি রয়েছে নজরুল ইসলামের, যা বিদেশিদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। গুলশান–১ নম্বর ভাসাবির পেছনে ৩ হাজার ২০০ বর্গফুটের একটি এবং বারিধারা ডিওএইচএসে ২ হাজার ৮৪১ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে। গুলশান–২ নম্বরে পাঁচ কাঠা জমির ওপর দোতলা একটি ভবন রয়েছে।

শুধু রাজধানী নয়, আশপাশের এলাকায়ও নজরুল ইসলামের মালিকানায় একাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তাদের ভাষ্য, নারায়ণগঞ্জের ভূলতা গাউছিয়ায় এম এ খালেক ও আজহার হোসেনের সঙ্গে যৌথভাবে ‘প্রাইম শপ’ নামে ১৮ কোটি টাকার একটি কোম্পানির সম্পদে তাঁর অংশীদারত্ব আছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমি রয়েছে। এভাবে ঢাকা ও এর আশপাশের জেলায় নজরুল ইসলামের দুই শ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ, ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ, সিভিসি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্সসহ একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এসব প্রতিষ্ঠানে তাঁর শেয়ারমূল্য ১৫ থেকে ২০ কোটি টাকার সমপরিমাণ।

দুদক বলছে, নজরুল ইসলাম ও তাঁর পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১৫ সালে তিনি ৫ লাখ ৫০ হাজার ডলার যুক্তরাষ্ট্রে পাঠিয়ে ওয়েলিংটনে একটি বাড়ি কেনেন। তার আগের বছর ফারইস্ট ইসলামী লাইফের নামে রাজধানীর তোপখানা রোডে ২০৭ কোটি টাকায় জমি ক্রয়ের সময় ২৮ কোটি টাকা ভাগাভাগি হয়, যার মধ্যে নজরুল ইসলাম পান ৬ কোটি টাকা। তিনি জমি বিক্রেতা আজহার হোসেন খানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাঁর কাছ থেকে নিজের হিসাবে ১০ কোটি টাকা ও স্ত্রীর হিসাবে ৯ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করেন। এই অর্থ বিদেশে পাচার করে নজরুল ইসলাম মানি লন্ডারিং করেছেন বলে তদন্ত কর্মকর্তাদের ধারণা।

লাখ লাখ টাকা খরচ করে নজরুল ইসলাম ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা বোট ক্লাবসহ অন্তত ১৪টি অভিজাত ক্লাবের সদস্য।

আরও পড়ুনফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার২৩ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কর্নাক মন্দিরে স্মৃতিময় এক সোনালী বিকেল
  • কার্নাক মন্দিরে স্মৃতিময় এক সোনালী বিকেল
  • আমার চোখে দেখা মিশরের জাদুকরী প্রাচীনত্ব
  • সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে স্বেচ্ছোয় রক্তদান ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি 
  • পথশিশুদের খাবার দিলো নারায়ণঞ্জে মহানগর ইসলামী ছাত্রশিবির
  • না’গঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশ
  • যুবদলের র‍্যালিতে জোসেফ সাগরের নেতৃত্বে শোডাউন
  • বিএনপি ক্ষমতায় এলে নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে : রাজিব
  • ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম