স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। চেষ্টাও ছিল তেমন। কিন্তু অভিজ্ঞতা না থাকায় নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রত‌্যাশা মেটাতে পারেননি। আট দলের বিশ্বকাপে সাতে থেকে শেষ করেছে।

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছিল দল। এরপর ইংল‌্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে প্রায় বাগে পেয়ে গিয়েছিল টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়ে বাংলাদেশ জয়ের পথেই ছিল। কিন্তু ১ রানে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস‌্য হারের তিক্ত স্বাদ পায়। শেষ ম‌্যাচে ভারতের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় বিশ্বকাপ যাত্রা।

আজ সন্ধ‌্যাতেই দল ফিরেছে দেশে। বাংলাদেশের সামর্থ‌্য সম্পর্কে বিশ্বকে একটি বার্তা দিতে পেরেছেন জ‌্যোতিরা। তবে এই বার্তা দেওয়াতেই সন্তুষ্ট হতে চান না তারা। জিততে চান। বড় অর্জনে নিজেদের নাম দেখতে চান। এজন‌্য এখন থেকেই পরের বিশ্বকাপের প্রস্তুতি চান জ‌্যোতি। দেশে ফিরে গণমাধ‌্যমে অধিনায়ক বলেছেন, ‘‘আপনি যখন একটা বিশ্বকাপ খেলতে যাবেন, আপনি ৬ মাস আগে থেকে প্রস্তুতি নিলে হবে না। অন্য দলগুলো দুই বছর আগে থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেয়। ওইভাবে আমাদের এগোতে হবে। যেহেতু এই দলটা সক্ষমতা রাখে ভালোভাবে ক্রিকেট খেলার। আমরা আরও পরিণত ক্রিকেট খেললে হয়তো আমরা আজকে ফেরত আসতাম না। সেমি-ফাইনালে খেলতে পারতাম। এই জিনিসগুলো উতরাতে হলে ক্রিকেটারদের আরও বেশি মানসিকভাবে উদ্দীপ্ত করা দরকার। পরের বিশ্বকাপের জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিৎ।’’

বিশ্বকাপের আগে বাংলাদেশ ছয় মাস কোনো আন্তর্জাতিক ম‌্যাচের স্বাদ পায়নি। প্রস্তুতিতে ঘাটতি ছিল তা যাওয়ার আগেও স্বীকার করেছিলেন জ‌্যোতি। ফেরার পর আক্ষেপের সঙ্গে একই সুর পাওয়া গেল, ‘‘দল হিসেবে আমরা যদি ধারাবাহিক হতে পারি, তাহলে বড় ম্যাচ আমাদের ধরতে পারা সম্ভব হবে। প্রথমত আমি মনে করি যে, দুইটা না অনেকগুলো ম্যাচেই আমাদের জয়ের সুযোগ ছিল। কিন্তু সেটা আমরা ছিনিয়ে নিতে পারিনি। দল হিসেবে বলব, এটা আমাদের ব্যর্থতা। অবশ্যই প্রস্তুতির একটা বিষয় আছে। আন্তর্জাতিক ম্যাচ, দীর্ঘ সময় ম্যাচ না খেলার একটা ঘাটতি তো ছিলই। বড় টুর্নামেন্টগুলোয় কঠিন সময়গুলোতে কীভাবে উতরাতে হয়, স্নায়ু ধরে রেখে পারফর্ম করতে হয়, দলকে ওই পরিস্থিতি থেকে বের করে আনতে হয়, এগুলো আপনি সেখানে শিখবেন। আমি এখনও বলব আমাদের অভিজ্ঞতার এখনও বেশ ঘাটতি আছে।’’ 

ব্যক্তিগত পারফরম্যান্সে জ‌্যোতি পুরোপুরি অসন্তুষ্ট, ‘‘ব্যক্তিগতভাবে আমি আমার সেরাটা দিয়ে ব্যাটিং করতে পারিনি। আমার অফ ফর্মটা দলকে ভুগিয়েছে বেশি। কারণ দেখেন, যখন ভালো করি তখন একটা ভালো স্কোর থাকে। কারণ আমি অন্যরকমভাবে ব্যটিং করতে পছন্দ করি। তো আমি সেভাবে দলকে সহায়তা করতে পারিনি। যেটা বলব যে, একটা অভাব রয়ে গিয়েছিল।’’ ৭ ম‌্যাচে মাত্র ১৫৭ রান করেছেন অধিনায়ক। ফিফটি মাত্র ১টি। যে ম‌্যাচে ৭৭ রান করেছিলেন সেই ম‌্যাচটিও হেরেছিল বাংলাদেশ।

চট্টগ্রাম/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প র প রস ত ত আম দ র

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র‍্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্‌ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র‍্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ