টি–টোয়েন্টির রেকর্ড নিয়ে কথা বলতে ভয়
Published: 29th, October 2025 GMT
১
তিনটি প্রশ্ন দিয়ে শুরু করি। ধরে নিন, কুইজের প্রশ্ন—
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটা কার? দ্রুততম সেঞ্চুরির? ম্যাচে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের?
কী বলছেন, তিনটি প্রশ্নের উত্তরই আপনার জানা! যদি তা-ই হয়ে থাকে, তাহলে আপনাকে হাজারো সেলাম। কেন, সালাম কেন? কারণ, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। কেন, কঠিন কেন?
এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভূমিকা সেরে নিই। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের ‘অমর’ ১০ রেকর্ড নিয়ে একটা লেখা লিখেছিলাম। টেস্টের পর ওয়ানডের এমন ১০টি রেকর্ড নিয়েও। ‘অমর’ মানে যে রেকর্ডগুলো হয়তো কোনো দিন ভাঙবে না বলে আমার ধারণা। ভাবলাম, টেস্ট-ওয়ানডে যেহেতু হয়েছে, তাহলে টি-টোয়েন্টি আর বাদ থাকে কেন! টি-টোয়েন্টিও তো এখন ক্রিকেটের ঘোর বাস্তবতা। শুধু টি-টোয়েন্টি বললে অবশ্য ভুল বোঝার অবকাশ থাকে। বরং বলে নেওয়া ভালো, কথা হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে। যেটির রেকর্ড নিয়ে কথা বলতে একটু ভয়ই লাগে। কেন, ভয় লাগবে কেন? একটু অপেক্ষা করুন, বুঝিয়ে বলছি। এর আগে চলুন একটু ইতিহাসে ঘুরে আসি।
ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ২০০৫ সালে অকল্যান্ডে।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড ন য়
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।
গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে