তিনটি প্রশ্ন দিয়ে শুরু করি। ধরে নিন, কুইজের প্রশ্ন—

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটা কার? দ্রুততম সেঞ্চুরির? ম্যাচে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের?

কী বলছেন, তিনটি প্রশ্নের উত্তরই আপনার জানা! যদি তা-ই হয়ে থাকে, তাহলে আপনাকে হাজারো সেলাম। কেন, সালাম কেন? কারণ, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। কেন, কঠিন কেন?

এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভূমিকা সেরে নিই। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের ‘অমর’ ১০ রেকর্ড নিয়ে একটা লেখা লিখেছিলাম। টেস্টের পর ওয়ানডের এমন ১০টি রেকর্ড নিয়েও। ‘অমর’ মানে যে রেকর্ডগুলো হয়তো কোনো দিন ভাঙবে না বলে আমার ধারণা। ভাবলাম, টেস্ট-ওয়ানডে যেহেতু হয়েছে, তাহলে টি-টোয়েন্টি আর বাদ থাকে কেন! টি-টোয়েন্টিও তো এখন ক্রিকেটের ঘোর বাস্তবতা। শুধু টি-টোয়েন্টি বললে অবশ্য ভুল বোঝার অবকাশ থাকে। বরং বলে নেওয়া ভালো, কথা হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে। যেটির রেকর্ড নিয়ে কথা বলতে একটু ভয়ই লাগে। কেন, ভয় লাগবে কেন? একটু অপেক্ষা করুন, বুঝিয়ে বলছি। এর আগে চলুন একটু ইতিহাসে ঘুরে আসি।

ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ২০০৫ সালে অকল্যান্ডে।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড ন য়

এছাড়াও পড়ুন:

সিডিবিএলের নতুন এমডি আব্দুল মোতালেব

পুঁজিবাজারের ইলেকট্রনিক শেয়ারের সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল মোতালেব। তিনি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অভিজ্ঞ পেশাজীবী। গত ২১ অক্টোবর তাকে নিয়োগ দেওয়া হয়।

সিডিবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মো. আবদুল মোতালেব আইসিটি পেশাজীবী হিসেবে আর্থিক খাতে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আবদুল মোতালেব ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন এবং প্রযুক্তি অবকাঠামোতে বিশেষজ্ঞ। তিনি সিডিবিএলে ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করে পরবর্তী সময়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, পাসপোর্ট এন্ড ইমিগ্র্যাশন ম্যানেজমেন্টেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

সিডিবিএলের পরিচালনা পর্ষদ আশা করছে যে, আবদুল মোতালেবের এই নিয়োগ সিডিবিএলের চলমান ডিজিটাল রূপান্তর উদ্যোগগুলোকে ত্বরান্বিত করবে এবং নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। তার বিস্তৃত অভিজ্ঞতা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি সিডিবিএল এর কার্যক্ষমতা, স্বচ্ছতা এবং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ