ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষে তিনটি শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা অভিভাবকদের অনলাইনে ফরম পূরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যে শ্রেণিতে ভর্তি করা হবে—

নার্সারি,

কেজি (আসন সীমিত),

প্রথম শ্রেণি (আসন সীমিত)।

ভর্তির বয়স —

বয়স ০১-০১-২০২৬ তারিখে: নার্সারিতে ৪ থেকে ৫ বছর, কেজিতে ৫ থেকে ৬ বছর এবং ১ম শ্রেণিতে ৬ থেকে ৭ বছর হতে হবে।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫আবেদনপ্রক্রিয়া —

১.

আবেদন চলছে, শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

২. অনলাইন আবেদন ফরমের মূল্য: ৫০০ টাকা।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীতে নার্সারি, কেজি (আসন সীমিত) ও প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেসি বললেন, আমি বিশ্বকাপে খেলতে চাই

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এই কৌতূহল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন সময় মেসির সামনে এসেছে এ প্রশ্ন। আর্জেন্টাইন এই কিংবদন্তি কখনো সরাসরি কিছু বলেননি। তবে মেসির সতীর্থ, কোচ এবং সমর্থকেরা ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলার বিষয়ে সব সময়ই আত্মবিশ্বাসী ছিলেন।

মেসি নিজেও অবশ্য কখনো এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। এবার অবশ্য ২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে একটা ধারণা দিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান ইন্টার মায়ামি তারকা। মেসি বলেছেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের সঙ্গে থাকতে চান। তবে বরাবরের মতো এটাও বলেছেন, তাঁর ফিট থাকার ওপর সব নির্ভর করছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

আরও পড়ুনবিশ্রামের ফাঁকে ফাঁকে খেলাটাই এখন মেসির নিয়তি০৯ অক্টোবর ২০২৪

মেসি যোগ করেন, ‘আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বকাপ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।’

মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারিতে ভর্তি
  • সোনার দাম এবার কমছে বিশ্ববাজারে, এক সপ্তাহে ৮%
  • ২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
  • মেসি বললেন, আমি বিশ্বকাপে খেলতে চাই
  • চাপে থাকা নেতানিয়াহু কি আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন
  • সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলে ২০২৬ সালে প্রথম শ্রেণিতে ভর্তিতে বিজ্ঞপ্তি