অভিনয়ে আর ডাক পান না অনির্বাণ! তাঁর সঙ্গে কী ঘটেছে
Published: 29th, October 2025 GMT
মঞ্চনাটক ছেড়ে পর্দায় এসেছেন অনির্বাণ ভট্টাচার্য। ক্ষুরধার অভিনয়ে অল্প সময়ের দর্শকের নজর কেড়েছেন তিনি। ‘শাজাহান রিজেন্সি’ থেকে ‘গোলোন্দাজ’, ‘ভিঞ্চিদা’ থেকে ‘গুমনামী’—একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন বলিউডেও; তাও আবার রানী মুখার্জির বিপরীতে।
অভিনয়ের বাইরে পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছেন অনির্বাণ। ওয়েব সিরিজ ‘মন্দার’ ও ‘বল্লভপুরের রূপকথা’ চলচ্চিত্র দিয়ে প্রশংসা পেয়েছেন।
এর মধ্যে টলিউডের ফেডারেশনের সঙ্গে বিরোধের জেরে বর্জনের মুখে পড়েছেন অনির্বাণ। ফলে কাজ কমে যাওয়াও শুরু। অক্টোবর, ২০২৫। ফেডারেশনের সঙ্গে ১৩ জন পরিচালকের আইনি লড়াইয়ে ইতি। তবু এখনো কাজে ফিরতে পারছেন না তিনি।
অনির্বাণ আর অভিনয়ের ডাক পান না। পরিচালনা করতে চাইলে টেকনিশিয়ানরা শুটিংয়ে যান না। টেকনিশিয়ানরা বিমুখ হলেও তাঁর সহ–অভিনেত্রী অনির্বাণের কাজ না পাওয়া নিয়ে মুখ খুলেছেন।
আরও পড়ুনচুটিয়ে প্রেম করেছেন অনির্বাণ-সোহিনী২৭ অক্টোবর ২০২৫অনির্বাণ আর অভিনয়ের ডাক পান না.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ন অন র ব ণ
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাকে দেখিয়ে দিয়ে বলে, ‘এই লোক কে?’
অলংকরণ: কাইয়ুম চৌধুরী